KKR vs RCB: বন্ধু এখন শত্রু! ইডেনে সাক্ষাতের পর যা ঘটল, তা কোনও দিন ভুলবার নয়

Last Updated:

KKR vs RCB: ম্যাচের আগের দিন রাতে ইডেনে একসঙ্গে অনুশীলন করে কেকেআর ও আরসিবি দুই দল। সেই সময় হঠাৎই নাইট শিবিরের অনুশীলনে হাজির হন দীনেশ কার্তিক। তারপরই কেকেআর শিবিরে যান কার্তিক।

কলকাতা: মাঝে শুধু ২ বছরের ব্যবধান। এক সময় এই দলের অধিনায়কত্ব করেছেন তিনি। অনেক আশা করে তার কাঁধে নেতৃত্বের ব্যাটন দেওয়া হয়েছিল। তবে দলকে সাফল্য এনে দিতে পারেননি। তারপর অধিনায়কত্ব হারানো, দল ছাড়া। বিগত কয়েক বছরে বয়ে গিয়েছে অনেক জল। করোনা অতিমারীর কারণে দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ফের একবার ইডেন গার্ডেন্সে পা রাখলেন দীনেশ কার্তিক। একসময়কার নাইট অধিনায়ক এখন আরসিবির তারকা। এখন নাইটদের ২২ গজের 'শত্রু' বললেও খুব একটা ভুল হবে না। এই পরিস্থিতিতে পুরনো সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময় দেখা ডিকের। তারপর যেটা ঘটল তা কোনও দিন ভোলার নয়। নেট দুনিয়ায় ঝড় তুলেছে সেই ভিডিও।
ম্যাচের আগের দিন রাতে ইডেনে একসঙ্গে অনুশীলন করে কেকেআর ও আরসিবি দুই দল। সেই সময় হঠাৎই নাইট শিবিরের অনুশীলনে হাজির হন দীনেশ কার্তিক। প্রথমে গিয়ে সৌহার্দ্য বিনিময় করেন ও জড়িয়ে ধরেন অভিষেক নায়ারকে। তারপর কার্তিককে দেখে একে একে এগিয়ে আসেন কেকেআ ক্রিকেটাররা। পরনো সতীর্থরা ফের একজায়গায় হওয়া তৈরি একটা সুন্দর মুহূর্ত। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ররা একে একে গিয়ে দীনেশ কার্তিককে জড়িয়ে ধরেন। খোশ মেজাজে আড্ড্ডা মারতেও দেখা যায় সকলকে। শুক্রবার ম্যাচে পেশাদার ক্রিকেটার হিসেবে একে-অপরকে এক ইঞ্চিও ছেড়ে কথা না বললেও তাদের মধ্যে বন্ধুত্ব যে অটুট এই মিষ্টি ভিডিও তার প্রমাণ।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৪৩৯ দিন পর বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ফের আইপিএল ম্যাচ। ক্রিকেটের নন্দনকাননে কেকেআর ম্যাচ দেখার জন্য উন্মাদনা তুঙ্গে তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের। দীর্ঘ সময় পর ঘরের মাঠে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছে কিং খানের দলও। তবে দুই দলের ব্যাটি-বোলিং বিভাগের শক্তির বিচার করলে ও প্রথম ম্যাচের পারফরম্যান্স বিচার করলে ইডেনে কিছুটা এগিয়ে থেকেই আরসিবি শুরু করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RCB: বন্ধু এখন শত্রু! ইডেনে সাক্ষাতের পর যা ঘটল, তা কোনও দিন ভুলবার নয়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement