KKR vs MI: কেকেআরের বিরুদ্ধে মেয়েদের জার্সি পরে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স, কারণ জানলে স্যালুট দেবেন আপনিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs MI: কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স একটু অন্যরকমভাবেই দেখা যাবে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশানদের। কারণ রোহিতদের সঙ্গে আজ দেখা যাবে হরমনপ্রীত কউর, যস্তিকা ভাটিয়া, সাইকা ইশাকদের। না তাঁরা খেলতে নামবেন না কিন্তু তারা থাকবেন।
মুম্বই: রবিবার আইপিএলের ডবল হেডারের প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। এই দুই দল আইপিএলে যখনই প্রতিদ্বন্দ্বিতা সবসময় আলাদা মাত্রা পেয়েছে। তবে আজকের ম্যাচে একটু অন্যরকমভাবেই দেখা যাবে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশানদের। কারণ রোহিতদের সঙ্গে আজ দেখা যাবে হরমনপ্রীত কউর, যস্তিকা ভাটিয়া, সাইকা ইশাকদের। না তাঁরা খেলতে নামবেন না। কিন্তু তাঁরা থাকবেন।
আসলে আজ কেকেআরের বিরুদ্ধে নিজেদের জার্সি পরে নামবে না মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত-সূর্যরা আজ খেলতে নামবে তাদের মহিলা দলের জার্সি পরে। যেহেতু হরমনপ্রীত কউর মহিলা দলের অধিনায়ক, তাই তাঁর জার্সি হয়তো পরবেন রোহিত শর্মা। বাকিদেরও দেখা যেতে পারে একইভাবে। আসলে প্রতি বছরই আইপিএল চলাকালীন ‘এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল’-এর প্রচার কোনও না কোনও অভিনব উদ্যোগ নিয়ে থাকে রিলায়েন্স ফাউন্ডেশন। সেই কারণেই কেকেআরের বিরুদ্ধে জার্সি বদল করছে রোহিতরা।
advertisement
"I’m sure Rohit & Harman’s presence will motivate & encourage them." 🤩💙 आपले coaches shed light on #ESADay & the impact it will have 🙌#OneFamily #MIvKKR #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @ril_foundation @markb46 @KieronPollard55 @JhulanG10 MI TV pic.twitter.com/gorjqo7MVd
— Mumbai Indians (@mipaltan) April 15, 2023
advertisement
advertisement
নারীদের শিক্ষা থেকে খেলাধুলা সবকিছুতেউ সমান অধিকার, সমান সুযোগ, সমাম সম্মানের জন্যই এই উদ্যোগ রিলায়েন্স ফাউন্ডেশনের। মহিলাদের অনুপ্রাণিত করার জন্যই আজ মহিলা দলের জার্সি পরে মাঠে নামবে ছেলেদের দল। শুধু তাই নয়, এদিন মাঠে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন ১৯ হাজারেপ বেশী ছাত্রী। এই উদ্যোগকে সামনে রেখে মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ IPL 2023: গর্ভবতী হওয়ার পরও ছাড়তে পারেননি 'নেশা', দেখুন কী করেছিলেন আন্দ্রে রাসেলের লাস্যময়ী স্ত্রী
সেই ভিডিওতে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স পুরুষ দলের হেড কোচ মার্ক বাউচার, মহিলা দলের বোলিং কোচ বাংলার ঝুলন গোস্বামীকে। তারা সকলেই এমন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কুর্নিশ জানিয়েছে। এমন পদক্ষেপ শিক্ষা থেকে খেলাধুলা সকল ক্ষেত্রে মহিলাদের আরও বেশি করে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছে বাউচার, ঝুলনরা। এমন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি মুম্বই ইন্ডিয়ান্স দলও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 12:48 PM IST