KKR vs MI: কেকেআর বনাম মুম্বই ম্যাচে টস জিতল কোন দল, কেমন হল দুই দলের একাদশ, সব আপডেট এক ক্লিকে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs MI: আইপিএলের সুপার সানডের ডবল হেডারে মুম্বইয়ে মহারণ। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি দল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের।
মুম্বই: আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাবের বিরুদ্ধে হার দিয়ে মরসুম শুরু করলেও আরসিবি ও গুজরাটের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ জিতে দুরন্ত কামব্যাক করে কেকেআর। কিন্তু তৃতীয় ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ফের হারের মুখ দেখতে হয়েছে নাইটদের। ফলে আজ মু্ম্বইকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া ২ বারের আইপিএল জয়ীরা। অপরদিকে, আরসিবি ও সিএসকের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। আজ ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় জয়ের লক্ষ্যে ৫ বারে চ্যাম্পিয়নরা।
টসের সময় চমক দেখা যায়। রোহিত শর্মার বদলে টস করতে আসেন সূর্যকুমার যাদব। শরীর খারাপ থাকায় রোহিতকে প্রথম একাদশে রাখা হয়নি। তবে পরিবর্ত হিসেবে তাঁর নাম রয়েছে। অর্থাৎ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে হিটম্যানকে। একইসঙ্গে সব থেকে বড় খবর হল এই ম্যাচে আইপিএল অভিষেক হতে চলেছে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। মুম্বই জার্সিতে প্রথমবার দেখা যাবে জুনিয়র তেন্ডুলকরকে।
advertisement
🚨 Toss Update@surya_14kumar, who is captaining @mipaltan today, wins the toss & #MI elect to bowl against @KKRiders. #TATAIPL | #MIvKKR Details ▶️ https://t.co/CcXVDhfzmi A special TOSS representative in form @ImHarmanpreet - Captain of #TeamIndia & #MI in @wplt20. 👏 👏 pic.twitter.com/jMl2QxObJN
— IndianPremierLeague (@IPL) April 16, 2023
advertisement
advertisement
ম্যাচে টস ভাগ্য সাথ দেয়নি কেকেআরের। টস জিতে ঘরের মাঠ ওয়াংখেড়েতে বোলিং করার সিদ্ধান্ত নেন এই ম্যাচের মুম্বই অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রতিপক্ষকে কম রানে আটকে রেখে সেই মত রান তাড়া করার রণনীতি সাজাতেই এই সিদ্ধান্ত। তবে টস হেরে খুব একটা হতাশ নন নীতিশ রানা। টস জিতলে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন বলে জানান নীতিশ রানা। বড় রান করে প্রতিপক্ষকে চাপে রাখতে চাইছে কেকেআর।
advertisement
🚨 𝙏𝙝𝙚 𝙡𝙞𝙣𝙚-𝙪𝙥𝙨 𝙖𝙧𝙚 𝙄𝙉 🚨
Arjun Tendulkar set to make his IPL debut. Follow the match ▶️ https://t.co/CcXVDhfzmi #TATAIPL | #MIvKKR pic.twitter.com/mTj7x6q9I4 — IndianPremierLeague (@IPL) April 16, 2023
প্রসঙ্গত, এবারের আইপিএলে দুই দলের ফর্ম ও শক্তি বিচার করলেও এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে। তবে ওয়াংখেড়ে মুম্বইয়ের কাছে খুবই পয়া মাঠ সেটাও মাথায় রাখতে হবে। দুপুরের খেলা হওয়ায় টস খুব একটা ফ্যাক্টর হবে না বলেই মনে করা হচ্ছে। হোম অ্যাডভান্টেজ মুম্বই ইন্ডিয়ান্স পেলেও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আজকের ম্যাচে কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে কেকেআর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 3:19 PM IST