KKR vs MI: কেকেআর বনাম মুম্বই ম্যাচে টস জিতল কোন দল, কেমন হল দুই দলের একাদশ, সব আপডেট এক ক্লিকে

Last Updated:

KKR vs MI: আইপিএলের সুপার সানডের ডবল হেডারে মুম্বইয়ে মহারণ। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি দল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের।

মুম্বই: আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাবের বিরুদ্ধে হার দিয়ে মরসুম শুরু করলেও আরসিবি ও গুজরাটের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ জিতে দুরন্ত কামব্যাক করে কেকেআর। কিন্তু তৃতীয় ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ফের হারের মুখ দেখতে হয়েছে নাইটদের। ফলে আজ মু্ম্বইকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া ২ বারের আইপিএল জয়ীরা। অপরদিকে, আরসিবি ও সিএসকের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। আজ ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় জয়ের লক্ষ্যে ৫ বারে চ্যাম্পিয়নরা।
টসের সময় চমক দেখা যায়। রোহিত শর্মার বদলে টস করতে আসেন সূর্যকুমার যাদব। শরীর খারাপ থাকায় রোহিতকে প্রথম একাদশে রাখা হয়নি। তবে পরিবর্ত হিসেবে তাঁর নাম রয়েছে। অর্থাৎ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে হিটম্যানকে। একইসঙ্গে সব থেকে বড় খবর হল এই ম্যাচে আইপিএল অভিষেক হতে চলেছে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। মুম্বই জার্সিতে প্রথমবার দেখা যাবে জুনিয়র তেন্ডুলকরকে।
advertisement
advertisement
advertisement
ম্যাচে টস ভাগ্য সাথ দেয়নি কেকেআরের। টস জিতে ঘরের মাঠ ওয়াংখেড়েতে বোলিং করার সিদ্ধান্ত নেন এই ম্যাচের মুম্বই অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রতিপক্ষকে কম রানে আটকে রেখে সেই মত রান তাড়া করার রণনীতি সাজাতেই এই সিদ্ধান্ত। তবে টস হেরে খুব একটা হতাশ নন নীতিশ রানা। টস জিতলে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন বলে জানান নীতিশ রানা। বড় রান করে প্রতিপক্ষকে চাপে রাখতে চাইছে কেকেআর।
advertisement
প্রসঙ্গত, এবারের আইপিএলে দুই দলের ফর্ম ও শক্তি বিচার করলেও এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে। তবে ওয়াংখেড়ে মুম্বইয়ের কাছে খুবই পয়া মাঠ সেটাও মাথায় রাখতে হবে। দুপুরের খেলা হওয়ায় টস খুব একটা ফ্যাক্টর হবে না বলেই মনে করা হচ্ছে। হোম অ্যাডভান্টেজ মুম্বই ইন্ডিয়ান্স পেলেও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আজকের ম্যাচে কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে কেকেআর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs MI: কেকেআর বনাম মুম্বই ম্যাচে টস জিতল কোন দল, কেমন হল দুই দলের একাদশ, সব আপডেট এক ক্লিকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement