KKR vs LSG: কেকেআর তৈরি অসাধ্য সাধনে, লখনউয়ের বিরুদ্ধে শুধু জয় নয়, চাই আরও অনেক কিছু
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs LSG: প্লে অফের লড়াইয়ের থাকার নানা জল্পনা, হতাশা, সমীকরণের মাঝেই শনিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে জয় ছাড়া গতি নেই নাইটদের। শুধু জয় নয়, প্লে অফের ওঠার ক্ষীণ আশা টিকিয়ে রাখতে হলে জিততে হবে বিশাল বড় ব্যবধানে।
কলকাতা: প্লে অফের লড়াইয়ের থাকার নানা জল্পনা, হতাশা, সমীকরণের মাঝেই শনিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে জয় ছাড়া গতি নেই নাইটদের। শুধু জয় নয়, প্লে অফের ওঠার ক্ষীণ আশা টিকিয়ে রাখতে হলে জিততে হবে বিশাল বড় ব্যবধানে। সেই কথা ভালো মতনই জানে অধিনায়ক নীতিশ রানা ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের দল। গ্রুেপর শেষ ম্যাচে কেকেআরের কাছে মরসুমের সেরা ক্রিকেটটা দেখতে চাইছে ফ্যানেরাও।
সিএসকে ম্যাচের পর অনেক দিন বিশ্রাম পেয়েছে কেকেআর। ফলে মরণ-বাঁচন ম্যাচের আগে ধকল নিয়ে কোনও সমস্যা নেই দলের। সিএসকের বিরুদ্ধে জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন কেকেআর বোলাররা। বিশেষ করে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন দুই মিস্ট্রি স্পিনারের যুগলবন্দি প্রথমবার কাজ করে মরসুমে। সঙ্গে রয়েছেন সুয়াশ শর্মা। পেস অ্যাটাকে সিএসকে ম্যাচে ভালো বোলিং করেছিলেন বৈভব অরোরা, শার্দুল ঠাকুররা। তবে ঘরের মাঠেও সেই স্পিন অ্যাটাকেই লখনউকে মাত দিতে তৈরি হচ্ছে কেকেআর।
advertisement
কেকেআর ব্যাটিং লাইনের ফর্ম নিয়ে কিন্তু একটা চিন্তা শেষ ম্যাচেও থেকে যাচ্ছে। গত ম্যাচে নীতিশ রানা ও রিঙ্কু সিং ম্যাচ উইনিং ইনিংসটা না খেললে ১৪৪ রান তাড়া করতেও শুরুতে সমস্যা পড়তে হয়েছিল নাইটদের। জেসন টানা কিছু ম্যাচে রান করলেও শেষ ম্যাচে রান পাননি। রহমানউল্লাহ গুরবাজের ধারাবাহিকতার অভাব রয়েছে। শেষের দিকে ছন্দ হারিয়েছেন ভেঙ্কটেশ আইয়র। রাসেলও তার সেরা ফর্মে নেই। তবে শেষ ম্যাচে নিডেদের সেরাটা দিয়ে জয় পেতে বদ্ধপরিকর কেকেআর।
advertisement
advertisement
অপরদিকে, ১৫ পয়েন্টে থাকলেও খুব একটা স্বস্তিতে লখনউ সুপার জায়ান্টস। কারণ সিএসকে, মুম্বই, আরসিবি যদি তাদের শেষ ম্যাচ জেতে আর লনউ যদি কেকেআরের বিরুদ্ধে হেরে যায়, তাহলে বিদায় ঘণ্টা বেজে যাবে এলএসজির। তবে তবে শেষ দুটি ম্যাচে ব্যাটে-বলে ধারাবাহিক পারফর্ম করছে লখনউ। ছন্দে রয়েছে ডিকক, স্টয়নিস, পুরান, মহসিন, বিষ্ণোইরা। ইডেনেও ২ পয়েন্ট নিয়েই প্লে অফের টিকিট পাকা করাই লক্ষ্য ক্রুণাল পাণ্ডিয়ার দলের। ব্যাটিংয়ে ডিকক, তারউপর শন্বার ইডেনে মোহনবাগান ফ্যানেদের বাড়তি সমর্থনও পাবে সঞ্জীব গোয়েঙ্কার দল।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: কেন কোহলির জার্সি নম্বর ১৮, এর পিছনে রয়েছে একাধিক বড় কারণ! ভেদ হল ‘বিরাট’ রহস্য
খাতায়-কলমে বিচার করলে কেকেআর ও লখনউ দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। তবে সাম্প্রতিক ফর্মের নিরিখে এলএসজিকে কিছুটা এগিয়ে রাখতেই হবে। উল্টো দিতে শেষ ম্যাচে ঘরের মাঠেপ সুবিধা নিতে চাইবে কেকেআর। যা এখনও পর্যন্ত নাইটরা পায়নি। এদিনের ম্যাচে টসও খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে সব মিলিয়ে এদিনের ম্যাচ ৫০-৫০ বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 10:08 AM IST