কলকাতা: আইপিএল মরসুম শুরুর আগে প্রতিবারই ফ্যানেদের জন্য বিশেষ কিছু না কিছু ঘোষণা করে থাকে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। এবারও তার ব্যতিক্রম হল না। ৮ বছর ট্রফি না আসলেও প্রিয় দলের সাথ ছাড়েনি ফ্যানেরা। তাই ফ্যানেদের সবসময়ই বিশেষ গুরুত্ব দেয় কেকেআর। এবারও যে বিশেষ কোনও সারপ্রাইজ অপেক্ষা করছে ফ্যানেদের জন্য তার ঘোষণা আগেই করেছিল নাইটরা। আর মঙ্গলবার বাংলা তথা দেশ জুড়ে সকল কেকেআর ফ্যানেদের জন্য সারপ্রাইজ দিলেন খোদ দলের কর্ণধার শাহরুখ খান।
এদিন কিং খান কেকেআর ফ্যানেদের জন্য একটি অ্যাপের উদ্বোধন করেন। যেই অ্যাপ ফ্যানেদের প্রিয় ফ্র্যাঞ্চাইজির প্রতি ভালোবাসা ও উৎসাহ আরও বাড়িয়ে দিতে পারবে। প্রিয় তারকা ক্রিকেটারদের আরও কাছ থেকে জানতে পারবেন। এই অ্যাপ ব্যবহার করলে কেকেআরের নান উপহার জেতার সুযোকও থাকছে সমর্থকদের। এমনকী নাইট রাইডার্স দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ যেমন পাওয়া যেতে পারে, তেমনই নিজের নাম দলের জার্সি পেতে পারেন সমর্থকরা। এই অ্যাপে ফ্যানেদের যোগ দেওয়ার জন্য বলেছেন কিং খান।
আরও পড়ুনঃ IPL 2023: কেমন সাইজের লাউ চাই? বাজারে হন্যে হয়ে ঘুরছেন কেকেআর তারকা, ব্যাপারটা কী
প্রসঙ্গত, ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ১৬ তম মরসুম। শ্রেয়স আইয়রকে ছাড়া মরসুম শুরু করতে হচ্ছে কেকেআরকে। সেই জায়গায় ইতিমধ্যেই নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে নীতিশ রানার। শ্রেয়স আইয়র ফিট না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। নতুন কোচ চন্দ্রনাথ পণ্ডিতের তত্ত্বাবধানে অনুশীলন করছে রাসেল-নারিনরা। পয়লা এপ্রিল কেকেআরের প্রথম ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ৬ তারিখ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ নাইটদের। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: App, IPL 2023, Kkr, Kolkata Knight Riders, Shah Rukh Khan