আইপিএল ২০২৩-এর লাইভ স্ট্রিমিংয়ে নয়া নজির, এবার বিশ্বরেকর্ড গড়ল জিও সিনেমা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
জিও সিনেমা টাটা আইপিএল এর অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার। অনলাইন স্ট্রিমিংয়ে দর্শক সংখ্যার নিরিখে একের পর এক নজির গড়েছে জিও সিনেমা। এবার ডিজিটাল মাধ্যমে স্পোর্টস ইভেন্ট দেখার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড গড়ল জিও সিনেমা।
কলকাতা: জিও সিনেমা (JioCinema) টাটা আইপিএল (TATA IPL 2023)-এর অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার। অনলাইন স্ট্রিমিংয়ে দর্শক সংখ্যার নিরিখে একের পর এক নজির গড়ছে জিও সিনেমা। এবার ডিজিটাল মাধ্যমে স্পোর্টস ইভেন্ট দেখার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড গড়ল জিও সিনেমা। বিগত সাত সপ্তাহ ১৫০০ কোটির বেশি ভিডিও ভিউ হয়েছে। এছাড়া গত মঙ্গলবার চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটানসের মধ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি ফেও আইপিএল-এ একটি ম্যাচে সর্বোচ্চ দর্শকের রেকর্ড ভেঙেছ। দ্বিতীয় ইনিংসের শেষ ওভার একসময় একসঙ্গে ২.৫ কোটি মানুষ জিও সিনেমায় ম্যাচ উপভোগ করেছে।
ডিজিটাল কনকারেন্সির ক্ষেত্রে আইপিএলের এই মরশুম গেম-চেঞ্জার হয়েছে। যা ২০১৯ সালের করা ১৮.৭ মিলিয়ন রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। সবথেকে উল্লখযোগ্য বিষয় হল এই মরশুমে ১৩টির বেশি ম্যাচ ১৮মিলিয়নের নকারেন্সির বেঞ্চমার্ক অতিক্রম করেছে। JioCinema এর আগে দুবার আইপিএলের রেকর্ড ভেঙেছে। ১২ এপ্রিল প্ল্যাটফর্মটি চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের সময় সর্বোচ্চ কনকারেন্সি ২.২৩ কোটিতে পৌছেছিল। পাঁচ দিন পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের খেলার সময় ২.৪ কোটি ছাড়িয়ে যায়।
advertisement
এখনও পর্যন্ত অভূতপূর্ব সাড়া পাওয়ার পর, JioCinema ফ্যানেদের মনোরঞ্জনের জন্য ৩৬০ ডিগ্রি ম্যাচ দেখার অভিজ্ঞতা দিচ্ছে। দর্শকরা ভোজপুরি, পাঞ্জাবি, মারাঠি এবং গুজরাটি সহ একাধিক ভাষায় ম্যাচ উপভোগ করছেন। এছাড়াও মাল্টি-ক্যাম, ফোরকে, হাইপ মোডের মতো শুধুমাত্র ডিজিটাল বৈশিষ্ট্যগুলি ক্রিকেট ফ্যানেরা উপভোগ করেছেন। সব মিলিয়ে জিও সিনেমায় আইপিএল জমজমাট।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 5:35 PM IST