Viral Video: দিল্লি-সানরাইজার্স ম্যাচে স্টেডিয়ামে তুমুল মারামারি, ভিডিও দেখলে আঁতকে উঠবেন

Last Updated:

Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ চলাকালীন একদল দর্শকদের মধ্যে তুমুল মারামারি চলছে। কয়েক জন দর্শক ও নিরাপত্তীরক্ষী এসে পরিস্থিতি নিয়ন্ত্রমে আনে।

দিল্লি: কোভিড পরিস্থিতির পর এই প্রথম সম্পূর্ণ দর্শক নিয়ে হচ্ছে আইপিএল। ৩ বছরের বিরতির পর মাঠে গিয়ে প্রিয় তারকাদের খেলা সামনে থেকে দেখার সুযোগ পেয়ে খুশি ফ্যানেরা। মাঠে যেমন ব্যাটে-বলে লড়াই চলছে মাঠে তেমনি দর্শকদের মধ্যেই উন্মাদনা ও উত্তেজনার কোনও খামতি নেই। তবে মাঝে মধ্যেই সেই উন্মাদনা বা উত্তেজনা স্টেডিয়ামে সীমা ছাড়িয়ে যাচ্ছে। ফ্যানেরা নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এমনই কাণ্ড ঘটল শনিবার দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ চলাকালীন একদল দর্শকদের মধ্যে তুমুল মারামারি চলছে। ভিডিওতে কিছু ফ্যানেদের হাতে দিল্লি ক্যাপিটালসের পতাকা দেখা যায়। স্টেডিয়ামের ভিতরে মোট ৫-৬ জন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। চর, কিল, লাথি, ঘুষি বাদ যাচ্ছে না কোনও কিছুই। ওই গ্রুপের সংঘর্ষের কারণে খেলা দেখায় ব্যাঘাত ঘটে অন্যান্য দেরও। পরে কয়েক জন দর্শক ও নিরাপত্তীরক্ষী এসে পরিস্থিতি নিয়ন্ত্রমে আনে। স্টেডিয়ামের ভিতরে কী কারণে এই কুৎসিত ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
advertisement
advertisement
প্রসঙ্গত, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৯ রানে জয় পেয়েছে। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ব উইকেট হারিয়ে ১৯৭ রান করে সানরাইজার্স। সর্বেচ্চ ৬৭ রান করে অভিষেক শর্মা। এছাড়া ৫৩ রান করেন হেনরিক ক্লাসেন। রান তাড়া করতে নেমে মিচেল মার্শ ৬৩ ও পিল সল্ট ৫৯ রানের ইনিস খেললেও ম্যাচ জিততে পারেনি দিল্লি । অন্যান্য ব্যাটাররা ব্যর্থ হন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ করে দিল্লি । ম্যাচে মিচেল মার্শ ৬৩ রান ও ৪ উইকেট নিলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ যায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: দিল্লি-সানরাইজার্স ম্যাচে স্টেডিয়ামে তুমুল মারামারি, ভিডিও দেখলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement