GT vs RR: রাশিদ খান ও নুর আহমেদের স্পিনের ভেলকিতে ধরাশায়ী রাজস্থান, গুজরাতের টার্গেট মাত্র ১১৯
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GT vs RR: ঘরের মাঠে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বুমেরাং হল রাজস্থান রয়্যালসের কাছে। গুজরাত টাইটান্সের রাশিদ খান ও নুর আহনেদের স্পিনেক ভেলকির সামনে অসহায় আত্মসমর্পন করে রয্যালসদের তারকা খোচিত ব্যাটিং লাইন।
জয়পুর: ঘরের মাঠে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বুমেরাং হল রাজস্থান রয়্যালসের কাছে। গুজরাত টাইটান্সের রাশিদ খান ও নুর আহমেদের স্পিনের ভেলকির সামনে অসহায় আত্মসমর্পন করল রয়্যালসদের তারকা খোচিত ব্যাটিং লাইন। পুরো ২০ ওভারে ব্যাটও করতে পারেনি রাজস্থান। ১৭. ৫ ওভারে মাত্র ১১৮ রানেই শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস। গুজরাতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাশিদ খান। এছাড়া ২টি উইকেট নেন নুর আহমেদ, একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া ও জসুয়া লিটল।
এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান রয়্যালস। গুজরাত স্পিনারদের খেলতে যেভাবে নাজেহাল অবস্থা হল রয়্যালসদের দেখে একেবারেই মনে হয়নি তারা হোম উইকেটে খেলছে। রাশিদ খান ও নুর আহমেদের স্পিনের ভেলকির সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে সঞ্জু স্যামসনের দলের ব্যাটিং লাইন। রাশিদ খান ও নুর আহমেদকে যোগ সঙ্গ দেন মহম্মদ শামি, জোসুয়া লিটল ও হার্দিক পান্ডিয়ারা।
advertisement
রাজস্থনের ব্যাটিং লাইনে একমাত্র সঞ্জু স্যামসন কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করে। ৩০ রানের ইনিংস খেলেন তিনি। আর শেষের দিকে ট্রেন্ট বোল্ট ১৫ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হত রাজস্থান। যশস্বী জয়সওয়াল ১৪ ও দেবদূত পাড়িকল ১২ রান ছাড়া কোনও রাজস্থান ব্যাটার দুই অঙ্কের স্কোর পৌছতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।
advertisement
advertisement
এদিনের ম্যাচে আইপিএলে নিজের কেরিয়ারের অন্যতম সেরা বোলিং করেন রাশিদ খান। মোট ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। খান সাহেবের সঙ্গে অপর এক আফগান তারকা চায়নাম্যান স্পিনার নুর আহমেদও ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন। জয়ের জন্য গুজরাত টাইটান্সের টার্গেট ১১৯।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 9:25 PM IST
