GT vs RR: জয়পুরে 'সিংহাসন' দখলের লড়াই, গুজরাতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GT vs RR: শুক্রবার আইপিএলের মেগা ফাইটে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। দুই দলই প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে রয়েছে। গুজরাতকে হারাতে পারলে শীর্ষে ওঠার সুযোগ রাজস্থানের।
জয়পুর: শুক্রবার আইপিএলের মেগা ফাইটে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। দুই দলই প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে রয়েছে। বর্তমানে লিগ টেবিলে ৯ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ রয়ছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, ৯ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে সঞ্জু স্যামসনের দল। তবে গুজরাতের থেকে রান রেট ভালো রাজস্থানের। ফলে গুজরাতের বিরুদ্ধে জিততে পারলেই পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ থাকছে রয়্যালসদের কাছে। অপরদিকে, টাইটান্সদের কাছে সিংহাসন ধরে রাখার লড়াই। জয়পুরে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
দুই দলই তাদের শেষ ম্যাচ হেরে একে অপরের বিরুদ্ধে নামছে। ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল রাজস্থান রয়্যালসের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জু স্যামসন। কারণ ডিউ খুব একটা সমস্যা হয়ে দেখা দিচ্ছে না। আর প্রতিযোগিতা যত এগোচ্ছে ততই উইকেট স্লো হচ্ছে। তাই প্রথমে ফ্রেশ উইকেট ব্যাট করে নিয়ে বড় স্কোর করাই লক্ষ্য রাজস্থানের। যাতে প্রতিপক্ষকে চাপে রাখা যায়। হার্দিক পান্ডিয়াও চসের সময় জানালেন, তিনি জিতলেও ব্যাটিং করতেন।
advertisement
🚨 Toss Update 🚨@rajasthanroyals have elected to bat against @gujarat_titans.
Follow the match ▶️ https://t.co/tilu6n2vD3#TATAIPL | #RRvGT pic.twitter.com/hN22QKH8ly
— IndianPremierLeague (@IPL) May 5, 2023
advertisement
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: ঋদ্ধিমান সাহা, বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা, রাশিদ খান, মহম্মদ শামি, নুর আহমেদ, জোসুয়া লিটল। ইমপ্যাক্ট প্লেয়ার- শুভমান গিল, সাই সুদর্শন, কেএস ভরত, শিবম মাভি, সাই কিশোর।
advertisement
🚨 The line-ups are IN for @rajasthanroyals & @gujarat_titans❗️
Follow the match ▶️ https://t.co/tilu6n2vD3#TATAIPL | #RRvGT pic.twitter.com/NiKDoNH4q3
— IndianPremierLeague (@IPL) May 5, 2023
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: যশশ্বী জয়সওয়াল, জস বাটলার, দেবদূত পাড়িকল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, অ্যাডাম জাম্পা, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহল, সন্দীপ শর্না, ট্রেন্ট বোল্ট। ইমপ্যাক্ট প্লেয়ার- জো রুট, মুর্গান অশ্বিন, রিয়ান পরাগ, কুলদীপ ইয়াদরু।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 7:32 PM IST
