Wriddhiman Saha: মোকা-র আগে এল ঋদ্ধি-ঝড়! বাংলার ছেলের সাইক্লোনে উড়ে গেল লখনউ

Last Updated:

Wriddhiman Saha: গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৪ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেছিলেন ঋদ্ধি। কিন্তু সেটা যে ঝড়ের পূর্বাভাস। লখনউয়ের বিরুদ্ধে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালালেন বাংলার ছেলে।

এলাহবাদ: এবার আইপিএলে শুরু থেকেই ছন্দে রয়েছেন ঋদ্ধিমান সাহা। উইকেটের পিছনে গুজরাত টাইটান্সকে ভরসা দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে খেলছেন একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৪ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেছিলেন ঋদ্ধি। কিন্তু সেটা যে ঝড়ের পূর্বাভাস ছিল তা বোঝা যায়নি। ঠিক যেমন মোকা সাইক্লোন আশার প্রহর গুনছে সকলে। আর মোকার আগেই আইপিএলে এল ঋদ্ধি ঝড়। আহমেদাবাদে গুজরাতের ঘরের মাঠে ঋদ্ধিমান সাহার ব্যাটিং ঝরের কাছে খড়কুটোর মত উড়ে গেল লখনউ সুপার জায়ান্টসের বোলাররা।
ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালালেন শিলিগুড়ির পাপালি। রীতিমত কচুকাটা করল লখনউ বোলারদের। ইনিংসের শুরু থেকেই একের পর এক মারকাটারি শট। চেখ ধাঁধানো একের পর এক শট। তখন উল্টো দিকে দাঁড়িয়ে কার্যত দর্শকের ভূমিকায় দাঁড়িয় তরুণ শুভমান গিল। ২০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ঋদ্ধিমান সাহা। ঝড়ে গতিতে প্রথমে অর্ধশতরান ও পরে শতরানের পার্টনারশিপ পূরণ করেন গুজরাত টাইটান্সের দুই ওপনার। ৮ ওভারেই একশো রানের পার্টনারশিপ করে দুই তারকা।
advertisement
ম্যাচে সময় যত এগিয়েছে ঋদ্ধির ব্যাচে রানের ঝড়ের গতিবেগ আরও বেড়েছে। একটা সময় সকলেই আশা বাংলার ছেলের ব্যাটে ঝোড়ো শতরান দেখার। কিন্তু শেষ পর্যন্ত ১৩তম ওভারের প্রথম বলে দলের ১৪২ রানের মাথায় আউট হন ঋদ্ধিমান সাহা। আভেশ খানের বলে ক্যাচ আউট হন তিনি। ৪৩ বলে ৮১ রানের ঋদ্ধির ঝোড়ো ব্যাটিং তাণ্ডব জবাব দিযে গেল অনেক কিছুর। ১০টি চার ও ৪টি ছয়ে সাজানো এই ইনিংস।
advertisement
advertisement
ভারতীয় দল থেকে তিনি ব্রাত্য। টিম ইন্ডিয়ার দরজা যে তাঁর জন্য বন্ধ অনেক দিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কারণ ফর্ম নয়, বয়স। জবাব দেওয়ার জন্য আইপিএলের মঞ্চকেই বারার বেছে নিয়েছেন তিনি। আরও একবার সমালোচকদের মুখে ঝামা ঘষলেন পাপালি। ম্যাচে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৭ রান করে গুজরাত। ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। ১২ বলে ২১ করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। জয়ের জন্য লখনউয়ের সামনে পাহাড় প্রমাণ ২২৮ রানের টার্গেট।
বাংলা খবর/ খবর/খেলা/
Wriddhiman Saha: মোকা-র আগে এল ঋদ্ধি-ঝড়! বাংলার ছেলের সাইক্লোনে উড়ে গেল লখনউ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement