IPL 2023 Final, CSK vs GT: মোদির মাঠে শেষ যুদ্ধ, রণনীতি তৈরি ধোনি-হার্দিকের, বিজয় মুকুট উঠবে কার মাথায়

Last Updated:

IPL 2023 Final, CSK vs GT: রবিবার আইপিএলে ফাইনালে আরও একবার গুরু-শিষ্যের লড়াই ঘিরে চড়ছে পারদ। টানা দ্বিতীয়বার ট্রফি তুলবেন হার্দিক পান্ডিয়া, না পঞ্চমবার সেরার শিরোপা উঠবে ধোনির হাতে, দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

আহমেদাবাদ: দীর্ঘ ২ মাসের ক্রিকেট যুদ্ধের সমাপ্তি ঘটতে চলেছে রবিবার আহমেদাবাদারে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৩১ মার্চ এই মাঠেই চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আইপিএল ২০২৩। আজ শেষ দিনে ফাইনালেও মুখোমুখি সেই দুই দলই। এ যেন এক বৃত্ত সম্পূর্ণ হল। রবিবার আইপিএলে ফাইনালে আরও একবার গুরু-শিষ্যের লড়াই ঘিরে চড়ছে পারদ। টানা দ্বিতীয়বার ট্রফি তুলবেন হার্দিক পান্ডিয়া, না পঞ্চমবার সেরার শিরোপা উঠবে ধোনির হাতে, দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
প্লে অফের প্রথম ম্যাচে গুজরাতকে হারিয়েই ফাইনালের টিকিট পাকা করেছিল সিএসকে। তবে সেই ম্যাচ ও ফাইনালের মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ তা ধোনির থেকে ভাল কেউ জানেন না। দ্বিতীয় কোয়ালিফায়ারে যেভাবে মুম্বইকে দুরমুশ করেছে গুজরাত তা একটু হলেও চিন্তা বাড়িয়েছে চেন্নাই টিম ম্যানেজমেন্টের। এমনিতেই সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং বলেই দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব গিলকে ফেরাতে হবে। ফলে গিলের জন্য যে আলাদা পরিকল্পনা করছেন ধোনি-ফ্লেমিংরা তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
সিএসকের ব্যাটিং লাইনে রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে ভালো শুরু করলেই বড় স্কোর করছে সিএসকে। ফলে এই দুই ব্যাটারের উপর নির্ভর করছে অনেক কিছু। মিডল অর্ডারে কিছুটা ধারাবাহিকতার অভাব রয়েছে। তবে বিগ ম্যাচে সেরাটা দিতে তৈরি শিবম দুবে, অম্বাতি রায়ডু, অজিঙ্কা রাহানে, মইন আলি, রবীন্দ্র জাদেজারা। এছাড়া বোলিংয়ে সিএসকে পেস বিভাগে দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাথিসা পাথিরানারা ভরসা দিচ্ছে। এছাড়া স্পিন অ্যাটাকে জাদেজার অভিজ্ঞতা ও মাহিশ থিকসানা রয়েছে। আর ফাইনালের মত বড় ম্যাচে সিএসকের সবথেকে বড় অস্ত্র এমএস ধোনির মস্তিষ্ক।
advertisement
advertisement
অপরদিকে, মুম্বই বিরুদ্ধে দুরন্ত জয়ের পর ফাইনালের টিকিট পাকা করে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে গুজরাত টাইটান্সের। টানা দ্বিতীয়বার ট্রফি জিতে ধোনি ও রোহিতের নজির ছোয়ার হাতছানি হার্দিক পান্ডিয়ার কাছে। তবে প্লে অফের প্রথম ম্যাচে সিএসকের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে আজ রণনীতি সাজাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যাটিংয়ে শুভমান গিলের ফর্ম যেমন বড় ভরসা গুজরাতের, ছন্দে রয়েছেন সাই সুদর্শন, বিজয় শঙ্করও। তবে ডেভিড মিলারের ফর্ম চিন্তায় রেখেছে গুজরাত। শেষ ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন হার্দিকও। গতবার ফাইনালে ম্যাচ উইনিং পারফর্ম করেছিলেন হার্দিক। তারই পুনরাবৃত্তি চাইছে গুজরাত অধিনায়ক।
advertisement
তবে গুজরাতের বোলিং অ্যাটাক সবথেকে বেশি শক্তিশালী। পেস অ্যাটাকে মহম্মদ শামি, মোহিত শর্মারা দুরন্ত ফর্মে রয়েছেন। সঙ্গে রয়েছেন জোসুয়া লিটল ও হার্দিক নিজে। পাশপাশি স্পিন বিভাগে রীতিমত ভেলকি দেখাচ্ছেন দুই আফগান নুর আহমেদ ও রাশিদ খান। শামি ও রাশিদ প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দৌড়ে থাকা দুই বোলারই গুজরাতের। ফলে ঘরের মাঠে আরও একবার সেরাটা দিতে তৈরি গুজরাতের বোলিং লাইন।
advertisement
ফাইনালে সিএসকে ও গুজরাতের খাতায় কলমে শক্তির বিচার করলে ব্যাটিং বিভাগে সমানে-সমানে টক্কর হলেও বোলিংয়ে কিছুটা এগিয়ে গুজরাত। তবে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা ও ফাইনাল ম্যাচ বার করার ক্যারিশ্মা ধোনির অনেক বেশি। ফলে আহমেদাবাদের ফাইনাল ৫০-৫০ মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আর আরও একটি রুদ্ধশ্বাস, স্মরণীয় ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Final, CSK vs GT: মোদির মাঠে শেষ যুদ্ধ, রণনীতি তৈরি ধোনি-হার্দিকের, বিজয় মুকুট উঠবে কার মাথায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement