MS Dhoni Knee Surgery: মুম্বইতে সফল অস্ত্রোপচার হল এমএস ধোনির, এখন কেমন আছেন সিএসকে অধিনায়ক

Last Updated:

MS Dhoni Knee Surgery: আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর দেরি না করে হাঁটুর চিকিৎসা করাতে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমএস ধোনি। সেখানেই বৃহস্পতিবার অস্ত্রোপচার হল এমএস ধোনির।

মুম্বই: হাঁটুতে ব্যথা নিয়েই গোটা আইপিএল মরশুমটা খেলেছিলেন এমএস ধোনি। আইপিএলে মাঠে হাঁটুর ব্যথায় ধোনিকে কাতরাতে দেখা গিয়েছিল। তারপরও হাঁটুর চোট, যন্ত্রণা নিয়ে দলকে সার্ভিস দিয়ে গিয়েছেন। পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন চেন্নাই সুপার কিংসকে। চোট নিয়েই অধিনায়কত্ব, উইকেটের পিছনে বিদ্যুৎগতির স্টাম্পিং, ব্যাটিংয়েও নিজের যতটা পারা সম্ভব সেরাটা দিয়েছেন। তবে আইপিএল শেষ হতেই দেরি করলেন না ধোনি। হাঁটুর অস্ত্রোপচার সেরে ফেললেন মাহি।
আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আহমেদাবাদ থেকেই হাঁটুর চিকিৎসা করাতে মুম্বইয়ে গিয়েছিলেন এমএসডি। সেখানে কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমএস ধোনি। কোকিলাবেন হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসক দীনেশ পারদিওয়ালাকে দিয়ে চোট পরীক্ষা করান। প্রয়োজনে অস্ত্রোপচারও হতে পারে বলে জানা গিয়েছিল। যাবতীয় পরীক্ষার পর চিকিৎসক তড়িঘড়ি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার হল ধোনির অপারেশন। হাঁটুতে সফল অস্ত্রোপচার হল মহেন্দ্র সিংহ ধোনির। ধোনি সুস্থ রয়েছে বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement
advertisement
সিএসকের তরফেও জানানো হয়েছে,”ধোনির অস্ত্রোপচার সম্পূর্ণ ভালোভাবে হয়েছে। দু-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রিহ্যাব শুরু হবে ধোনির।” দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও সিএসেকের তরফে জানানো হয়েছে। হাঁটুর চোট থেকে মুক্তি পেয়ে পরের বছর ফুল ফিট হয়ে আইপিএলে ফিরে আসার জন্য কোনও খামতি রাখতে চাইছেন না ধোনি। প্রিয় তারতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দেশ জুড়ে ক্রিকেট প্রেমি ও ধোনি ফ্যানেরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni Knee Surgery: মুম্বইতে সফল অস্ত্রোপচার হল এমএস ধোনির, এখন কেমন আছেন সিএসকে অধিনায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement