'হোম অ্যাডভান্টেজ' ইস্যুতে নীতিশ রানাকে পাল্টা দিলেন সিএবির পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
সিএসকের বিরুদ্ধে জয়ের পর ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা। হোম গ্রাউন্ডে খেলার সুবিধা কেকেআর পাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। এবার নীতিশ রানাকে পাল্টা দিলেন সিএবির পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়।
কলকাতা: সিএসকের বিরুদ্ধে জয়ের পর ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা। হোম গ্রাউন্ডে খেলার সুবিধা কেকেআর পাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। এখনও পর্যন্ত ইডেনে এবারের আইপিএলে কেকেআর ৬টি ম্যাচ খেলেছে। তারমধ্যে জয় পেয়েছে মাত্র ২টিতে। সেই কারণেই এমন অভিযোগ করেছিলেন নীতিশ রানা। কিন্তু এবার নীতিশ রানাকে পাল্টা দিলেন সিএবির পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। সোজাসোজু বুঝিয়ে দিলেন,”হোম দলকে খুশি করার জন্য বা কারও কথা শুনে উইকেট তৈর্ করতে আমি বাধ্য নই।”
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের পর নীতিশ রানা বলেছিলেন,’একমাত্র কেকেআর ছাড়া বাকি সব দলই ঘরের মাঠে খেলার সুবিধা পায় বলে আমার মনে হয়। ইডেনে ব্যাটিং উইকেটে খেলা হলে দুশোর উপর রান হয়। আর মন্থর পিচে রান ওঠে একেবারে কম। ফলে হোম টিমের ব্যাটারদেরই পিচের সঙ্গে মানিয়ে নিতে হয়। বাকি দলগুলির ক্ষেত্রে কিন্তু তা হয় না।’ যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।
advertisement
advertisement
আসলে একটা সময় ইজেনে স্পিন সহায়ক উইকেট হত। বর্তমানে পাটা ব্যাটিং উইকেট ও পেসারদের জন্য কিছুটা সাহায্য থাকে ইডেনের উইকেটে। তবে নীতিশ রানার অভিযোগ যে ভালোভাবে নেননি সিএবির পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়, তা তার কথা থেকেই স্পষ্ট। তিনি বলেন, ‘আইপিএল মোটেও হোম গ্রাউন্ডের সুবিধের জন্য খেলা হয় না, এবং অধিনায়ক যা খুশি বলতে পারেন। আইপিএলে কী এমন কোনও ধারা আছে, যেখানে লেখা আছে যে, আইপিএল ফ্র্যাঞ্চাইজির ইচ্ছে অনুযায়ী পিচ তৈরি করতে হবে?’ আর ২ মাসের প্রতিযোগিতার জন্য সম্পূর্ণ আলাদা চরিত্রের উইকেট তৈরির করার পক্ষপাতি নন সিএবি পিচ কিউরেটর।
advertisement
শনিবারই ইডেন গার্ডেন্সে কলকাতা সুপার জায়ান্টস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। এই ম্যাচ বড় ব্যবধানে জেতাই লক্ষ্য কেকেআর। তার আগে কেকেআর অধিনায়ক ও সিএবি পিচ কিউরেটরের মধ্যে ঠান্ডা লড়াইয়ের প্রভাব ম্যাচে পড়ে কিনা সেটাই দেখার। যদিও কেউ এখনও একে অপরের নাম করে কোনও মন্তব্য করেননি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 6:51 PM IST