Home /News /sports /
IPL 2022 Mega Auction: আইপিএল ২০২২ মেগা অকশনের আগে হঠাৎ কেন চেন্নাইতে ধোনি, জল্পনা জারি

IPL 2022 Mega Auction: আইপিএল ২০২২ মেগা অকশনের আগে হঠাৎ কেন চেন্নাইতে ধোনি, জল্পনা জারি

IPL 2022: ms dhoni reaches chennai before ipl mega auction 2022 - Photo Courtesy- Taj Coromondal/ Instagram

IPL 2022: ms dhoni reaches chennai before ipl mega auction 2022 - Photo Courtesy- Taj Coromondal/ Instagram

ধোনি (MS Dhoni) কোনও বিশেষ কাজের জন্য আইপিএল ২০২২ মেগা অকশনের (IPL 2022 Mega Auction) আগে এসেছেন৷

 • Share this:

  #চেন্নাই: এমএস ধোনি (MS Dhoni) আইপিএল ২০২২ মেগা অকশনের (IPL 2022 Mega Auction) আগে চেন্নাই পৌঁছে গেলেন৷ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক হিসেবে ধোনি -র এটা শেষ মরশুম হতে চলেছে৷ এই অবস্থায় তিনি নিজের শেষ মরশুমকে খুবই গম্ভীরভাবে নিচ্ছেন৷ আইপিএল ২০২২ মেগা অকশনে এখন ৩ সপ্তাহের থেকে কম সময় বাকি রয়েছে৷ এই অবস্থায় চেন্নাইতে কেন হঠাৎ আইপিএল মেগা অকশনের আগে প্রচুর আলোচনা শুরু হয়েছে৷ ধোনি (MS Dhoni)  কোনও বিশেষ কাজের জন্য আইপিএল ২০২২ মেগা অকশনের (IPL 2022 Mega Auction) আগে এসেছেন৷

  তিনি সামনের মরশুমের প্রস্তুতির জন্য চেন্নাইতে পৌঁছে গেছেন৷ মেগা অকশন (IPL 2022 Mega Auction)  বেঙ্গালুরুতে হবে ১২ও ১৩ ফেব্রুয়ারি৷ এর আগে ধোনি চেন্নাইতে এসে তৈরি হয়ে এসেছেন৷

  এই অবস্থায় অকশনের (IPL 2022 Mega Auction)  রণনীতিতে বিচার করতে হবে৷ নিলামের সময় মেগা অকশনে ধোনি হাজির থাকবেন৷ ইনসাইড স্পোর্টসের খবর অনুযায়ি  ধোনি চেন্নাইতে এসে পৌঁছে গেছেন৷ তিনি আইপিএলের মেগা নিলাম (IPL 2022 Mega Auction)  নিয়ে আলোচনা করবেন৷ তাঁর নিলামের টেবলে হাজির থাকার সম্ভবনা উজ্জ্বল৷ তবে এই নিয়ে শেষ সিদ্ধান্ত হবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)  ৷

  আরও পড়ুন - IPL 2022 Venue: দেশের মাটিতেই IPL 2022 আয়োজন করতে বদ্ধপরিকর BCCI, ভ্যেনু নিয়ে বড়সড় সিদ্ধান্ত

  ধোনির (MS Dhoni)   হতে পারে শেষ মরশুম

  ধোনি আইপিএল ২০২২ -এ (IPL 2022) নিজের শেষ আইপিএল মরশুম খেলছেন এমনটা আশা করা হচ্ছে৷

  বিসিসিআইয়ের শীর্ষ পদাধিকারীরা কয়েক দিন  আগেই এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই  সিদ্ধান্ত নিয়েছেন৷ সেখানে সকলেই সহমত হয়েছেন আইপিএল ২০২২ -র আয়োজন দেশে হবে৷ আর আইপিএলের ভ্যেনু (IPL Venue) হবে মুম্বই৷ এদিকে সব ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে আইপিএল ২০২২ -র বিকল্প ভ্যেনু হিসেবে দক্ষিণ আফ্রিকাকে রাখার কথাও বলেছিল৷ আইপিএলের মেগা অকশনের (IPL 2022 Mega Auction) পরেই সরকারি ভাবে আইপিএল ২০২২ -র ভ্যেনুর (IPL 2022 Venue) কথা জানানো হবে৷

  আরও পড়ুন -Cancer Symptoms in Women: পিরিয়ডসে বদল থেকে স্তনের আকারে পরিবর্তন, এসবই হতে পারে ক্যান্সারের লক্ষণ

  আগে বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন বিসিসিআই (BCCI) পুরোপুরি চেষ্টা করবে আইপিএলের আয়োজন ভারতেই হক৷ সূত্রের খবর অনুযায়ি আইপিএল ২০২২ -এ ২৭ মার্চ থেকে শুরু হবে এই বারের আইপিএল ২০২২৷ এই বছরের আইপিএলেই প্রথমবার ৮-র জায়গায় ১০ দলকে খেলতে দেখা যাবে৷ দুটি নতুন দল লখনউ সুপার জায়ন্টস এবং অহমেদাবাদ লিগে যুক্ত হয়েছে৷ তারাও তাড়াতাড়ি এই দলের নাম ঘোষণা করে দেবে৷ আইপিএল ২০২২ মেগা অকশন (IPL 2022 Mega Auction) ১২ ও ১৩ ফ্রেবুয়ারি বেঙ্গালুরুতে হবে৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: IPL, IPL 2022, IPL Auction

  পরবর্তী খবর