২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামের। ভারতের এই স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।
আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল। ভারতের এই স্টেডিয়া এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বড়।
মেলবোর্ন ছিল বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। সেখানে এক লাখের কিছু বেশি দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন।
নরেন্দ্র মোদি স্টেডিয়াম উদ্বোধনের পরই করোনার প্রকোপ শুরু হয়। ফলে এই স্টেডিয়ামে একশো শতাংশ দর্শক নিয়ে কোনও ম্যাচ হয়নি এখনও। আজ এই স্টেডিয়ামে এক লক্ষ ১০ হাজার দর্শক বসে খেলা দেখবেন।
বহু দর্শক দাঁড়িয়ে খেলা দেখতে পারবেন, এমনও ব্যবস্থা রয়েছে আহমেদাবাদের স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে সর্বোচ্চ উচ্চতায় দর্শকদের বসার ব্যবস্থা রয়েছে।
এই স্টেডিয়ামে চারটি ড্রেসিং রুম রয়েছে। ক্যাম্পাসে রয়েছে বিশাল জিম। অলিম্পিক্সের মতো বিশাল সুইমিং পুল রয়েছে। ৭৬টি কর্পোরেট বক্স রয়েছে। ৩ হাজার গাড়ি ও ১০ হাজার টু হুইলার পার্কিং-এর ব্যবস্থা রয়েছে।
২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামের। ভারতের এই স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।