Narendra Modi Stadium: আইপিএল ফাইনাল আজ যেখানে, সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিশেষত্ব কী কী জানেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Narendra Modi Stadium: বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। তবে আরও অনেক বিশেষত্ব আছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামের। ভারতের এই স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।
আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল। ভারতের এই স্টেডিয়া এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বড়।
মেলবোর্ন ছিল বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। সেখানে এক লাখের কিছু বেশি দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন।advertisement
advertisement
নরেন্দ্র মোদি স্টেডিয়াম উদ্বোধনের পরই করোনার প্রকোপ শুরু হয়। ফলে এই স্টেডিয়ামে একশো শতাংশ দর্শক নিয়ে কোনও ম্যাচ হয়নি এখনও। আজ এই স্টেডিয়ামে এক লক্ষ ১০ হাজার দর্শক বসে খেলা দেখবেন।advertisement
বহু দর্শক দাঁড়িয়ে খেলা দেখতে পারবেন, এমনও ব্যবস্থা রয়েছে আহমেদাবাদের স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে সর্বোচ্চ উচ্চতায় দর্শকদের বসার ব্যবস্থা রয়েছে।
এই স্টেডিয়ামে চারটি ড্রেসিং রুম রয়েছে। ক্যাম্পাসে রয়েছে বিশাল জিম। অলিম্পিক্সের মতো বিশাল সুইমিং পুল রয়েছে। ৭৬টি কর্পোরেট বক্স রয়েছে। ৩ হাজার গাড়ি ও ১০ হাজার টু হুইলার পার্কিং-এর ব্যবস্থা রয়েছে।advertisement
২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামের। ভারতের এই স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2022 5:27 PM IST

