Big News: সিএসকে ম্যাচের আগেই দিল্লি ক্যাপিটাল্স শিবিরে দুঃসংবাদ, ফের করোনা হানা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বারবার করোনা হানা দিল্লি ক্যাপিটাল্স শিবিরে৷
#মুম্বই: আইপিএল ২০২২ (IPL 2022) এ সিএসকে বনাম দিল্লি ক্যাপিটাল্স (CSK vs DC) ম্যাচের আগেই ফের একবার করোনা ভাইরাসের থাবা (Coronavirus in IPL 2022)৷ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আইপিএলে দিল্লি বনাম চেন্নাই ম্যাচ৷ এই আইপিএল মরশুমে দুই দলের মধ্যে এটা প্রথমবার মুখোমুখি সাক্ষাৎ৷ কিন্তু তার আগেই বড় ঝটকা৷ দিল্লি ক্যাপিটাল্স দলের নেট বোলার করোনা পজিটিভ হলেন৷ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ি দিল্লি ক্যাপিটাল্সের নিজেদের কোভিড ১৯ সংক্রমিত নেট বোলারকের সঙ্গে সেই বোলারকেও আইসোলেশনে পাঠিয়ে দিয়েছে যিনি তাঁর সঙ্গে রুম শেয়ার করেন৷
বিসিসিআই আইপিএলের জন্য করোনা ভাইরাস প্রটোকল বানিয়েছে যার কারণে দিল্লি ক্যাপিটালল্স করোনা টেস্টের আরও এক পর্বের মধ্যে দিয়ে যাবে৷ ততক্ষণ অবধি পাশাপাশি সমস্ত ক্রিকেটার নিজের নিজের ঘরে আইসোলেট থাকবেন৷ দিল্লি ক্যাপিটাল্স আজ সন্ধ্যায় নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে৷
advertisement
advertisement
দিল্লি -র দল এখন পয়েন্ট টেবলে পাঁচ নম্বরে রয়েছে৷ ১০ টি ম্যাচের মধ্যে ৫ টি জিতেছে তারা৷ অন্যদিকে চেন্নাই সুপার কিংস নয় নম্বর স্থানে রয়েছে৷ তবে দিল্লি ক্যাপিটাল্সের নেট করোনা পজিটিভ হওয়ায় চেন্নাই সুপার কিংসে এর কোনও প্রভাব পড়বে কিনা তা নিয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি৷
এর আগে দিল্লি ক্যাপিটালসের মিচেল মার্শের আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ এসেছিল। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে টিম ম্যানেজমেন্ট। সেই সময় মিচেল মার্শ ছাড়া দিল্লি দলের দুজন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত। দিল্লি ক্যাপিটালসে এখন মোট চারজন করোনা আক্রান্ত বলে জানা গিয়েছিল।
advertisement
এই মরশুমে আইপিএলে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর সামনে এসেছিল এই মরশুমের আইপিএলে প্রথম করোনা ভাইরাস হানার ঘটনা ঘটেছিল, আক্রান্ত হয়েছিলেন দিল্লি ক্যাপিটাল্সের ফিজিও প্যাট্রিক ফারহার্ট (Patrick Farhart ) তিনি করোনা পজিটিভ হয়েছিলেন (Covid 19 in IPL 2022)৷
এছাড়াও দিল্লি ক্যাপিটাল্সের হেড কোচ রিকি পন্টিংয়ের পরিবারের সদস্যও করোনা পজিটিভ হয়েছিলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2022 1:00 PM IST