IPL 2022: ১১.৫০ কোটির ক্রিকেটার, ফেললেন ক্যাচ, তারপর ধরলেন, হলেন ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
লিভিংস্টোনের ব্যাটের ওপর ভর দিয়ে পঞ্জাব খারাপ শুরুর পরেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াকু ১৮১ রানের টার্গেট দেন৷ জবাবে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির সিএসকে ১৮ ওভারে ১২৬ রানেই শেষ হয়ে যায়৷
#মুম্বই: অম্বাতি রায়ডুর ( Ambati Rayudu ) এক রিঅ্যাকশন সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ আসলে পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল ২০২২ -এ (IPL2022) অম্বাতি রায়ডু এক শানদার ক্যাচ ধরেন৷ ১১.৫০ কোটিতে ক্রিকেটার শানদার ক্যাচ ধরলেন৷ এরপর তিনি এক দারুণ রিঅ্যাকশন দেন৷ তাঁর এই আবেগের পরিচয় শিরোনাম ছিনিয়ে নিচ্ছে৷ সিএসকের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে ধুম মাচান লিয়াম লিভিংস্টোনের ক্যাচ অম্বাতি রায়ডু নেন৷ কিন্তু এর আগে এই খতরনাক ব্যাটসম্যানের ক্যাচ তিনিই ফেলে দিয়েছিলেন৷
সপ্তম ওভারে রবীন্দ্র জাদেজা -র বলে অম্বাতি রায়ডু তাঁর একটা সহজ ক্যাচ ছেড়ে দেন৷ এরপর ১১ তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে অম্বাতি রায়ডু আর কোনও ভুল করেননি৷ লিভিংস্টোনের ক্যাচ ধরে নেন রায়ডু৷ রবীন্দ্র জাদেজা লিভিংস্টোনের উইকেট নেওয়ার জন্য প্ল্যান করেছিলেন অম্বাতি রায়ডু তাঁকে সেই ট্র্যাপেই ফাঁসান৷ কিন্তু জাদেজা -র চেষ্টাকে সফল করার পর অম্বাতি রায়ডু স্বস্তির হাসি মুখে ফুটিয়ে তোলেন৷ লিভিংস্টোনের ক্যাচ ছাড়ার ভুল আর করেননি তিনি৷
advertisement

advertisement
ক্যাচ নেওয়ার পর অম্বাতি রায়ডু চেহারায় একটি বড় হাসি দেখা যায়৷ তাঁর সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ লিভিংস্টোন নিজের ৩২ বলে বিস্ফোরক ইনিংসে ৫ টি চার ও ৫ টি ছক্কা হাঁকান৷
advertisement
লিভিংস্টোনের ব্যাটের ওপর ভর দিয়ে পঞ্জাব খারাপ শুরুর পরেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াকু ১৮১ রানের টার্গেট দেন৷ জবাবে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির সিএসকে ১৮ ওভারে ১২৬ রানেই শেষ হয়ে যায়৷ ফলে ম্যাটে ৫৪ রানে হেরে যায় সিএসকে৷ চেন্নাই সুপার কিংসের এটা আইপিএল ২০২২ এ এটা তাঁদের তৃতীয় হার৷ লিভিংস্টোন ২ উইকেটে নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2022 3:53 PM IST