হোম /খবর /খেলা /
IPL 2022: ১১.৫০ কোটির ক্রিকেটার, ফেললেন ক্যাচ, তারপর ধরলেন, হলেন ভাইরাল

IPL 2022: ১১.৫০ কোটির ক্রিকেটার, ফেললেন ক্যাচ, তারপর ধরলেন, হলেন ভাইরাল

CSK's Ambati Rayudu hilarious reaction viral

CSK's Ambati Rayudu hilarious reaction viral

লিভিংস্টোনের ব্যাটের ওপর ভর দিয়ে পঞ্জাব খারাপ শুরুর পরেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াকু ১৮১ রানের টার্গেট দেন৷ জবাবে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির সিএসকে ১৮ ওভারে ১২৬ রানেই শেষ হয়ে যায়৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: অম্বাতি রায়ডুর ( Ambati Rayudu ) এক রিঅ্যাকশন সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ আসলে পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল ২০২২ -এ (IPL2022) অম্বাতি রায়ডু এক শানদার ক্যাচ ধরেন৷ ১১.৫০ কোটিতে ক্রিকেটার শানদার ক্যাচ ধরলেন৷ এরপর তিনি এক দারুণ রিঅ্যাকশন দেন৷ তাঁর এই আবেগের পরিচয় শিরোনাম ছিনিয়ে নিচ্ছে৷ সিএসকের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে ধুম মাচান লিয়াম লিভিংস্টোনের ক্যাচ অম্বাতি রায়ডু নেন৷ কিন্তু এর আগে এই খতরনাক ব্যাটসম্যানের ক্যাচ তিনিই ফেলে দিয়েছিলেন৷

সপ্তম ওভারে রবীন্দ্র জাদেজা -র বলে অম্বাতি রায়ডু তাঁর একটা সহজ ক্যাচ ছেড়ে দেন৷ এরপর ১১ তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে অম্বাতি রায়ডু আর কোনও ভুল করেননি৷ লিভিংস্টোনের ক্যাচ ধরে নেন রায়ডু৷ রবীন্দ্র জাদেজা লিভিংস্টোনের উইকেট নেওয়ার জন্য প্ল্যান করেছিলেন অম্বাতি রায়ডু তাঁকে সেই ট্র্যাপেই ফাঁসান৷ কিন্তু জাদেজা -র চেষ্টাকে সফল করার পর অম্বাতি রায়ডু স্বস্তির হাসি মুখে ফুটিয়ে তোলেন৷ লিভিংস্টোনের ক্যাচ ছাড়ার ভুল আর করেননি তিনি৷

CSK's Ambati Rayudu hilarious reaction viralCSK's Ambati Rayudu hilarious reaction viral- Photo Courtesy- Twitter CSK's Ambati Rayudu hilarious reaction viralCSK's Ambati Rayudu hilarious reaction viral- Photo Courtesy- Twitter

ক্যাচ নেওয়ার পর অম্বাতি রায়ডু চেহারায় একটি বড় হাসি দেখা যায়৷  তাঁর সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ লিভিংস্টোন নিজের ৩২ বলে বিস্ফোরক ইনিংসে ৫ টি চার ও ৫ টি ছক্কা হাঁকান৷

আরও পড়ুন - IPL 2022: কেকেআর এখন আরও খতরনাক! দলে ম্যাচ উইনার, কবে খেলবেন প্রথম ম্যাচ

লিভিংস্টোনের ব্যাটের ওপর ভর দিয়ে পঞ্জাব খারাপ শুরুর পরেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে  লড়াকু ১৮১ রানের টার্গেট দেন৷ জবাবে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির সিএসকে  ১৮ ওভারে ১২৬ রানেই শেষ হয়ে যায়৷ ফলে ম্যাটে ৫৪ রানে হেরে যায় সিএসকে৷ চেন্নাই সুপার কিংসের এটা আইপিএল ২০২২ এ এটা তাঁদের তৃতীয় হার৷ লিভিংস্টোন ২ উইকেটে নেন৷

Published by:Debalina Datta
First published:

Tags: Ambati Rayudu, CSK, IPL 2020