IPL 2021: কেকেআরের কাছে হারের পর বিরাটের স্বপ্ন শেষ, তারপরেই মাঠে কাঁদতে (Virat Kohli Crying) দেখা যায় কোহলিকে৷ তাঁর এই কান্নার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)৷
Virat Kohli cries after loosing to KKR in playoff watch video- Photo-Twitter
#কলকাতা: একেবারে কান্নায় ভেঙে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli Crying) ৷ কেকেআরের (KKR) কাছে আইপিএল ২০২১ -র (IPL 2021) এলিমিনেটরে বিশ্রী হার আরসিবি-র৷ আর তারপরেই মাঠ সাক্ষী থাকল বিরাট কোহলির (Virat Kohli) কান্নার৷ আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে। এদিকে কেকেআরের (KKR) আনন্দের দিনে একেবারে ভেঙে পড়লেন বিরাট কোহলি৷ না হল না! আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএল খেতাব জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল ক্যাপ্টেন কোহলির৷
বিরাট কোহলি (Virat Kohli) জাতীয় দলের জার্সি গায়ে অসাধারণ অধিনায়কত্ব করেছেন। কিন্তু আইপিএলের প্রসঙ্গ উঠতেই কোহলিকে কার্যত ব্যাকফুটে চলে যেতে হয়। আইপিএলে ক্যাপ্টেন কোহলির সাফল্যের ভাঁড়ার শূন্য। আর তাই চলতি আইপিএলের (IPL 2021) পরই কোহলি আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করেছেন। তাই খাতায়-কলমে আরসিবির ক্যাপ্টেন হিসাবে কোহলির এটাই শেষ আইপিএল৷
এবার কোহলিকে ট্রফি পাইয়ে দিতে যেন ঝাঁপিয়ে পড়েছিল গোটা দল। কিন্তু গ্রুপ পর্বে আরসিবির পারফরম্যান্স ছিল দারুন। কেকেআরের কাছে হারের পর বিরাটের স্বপ্ন শেষ, তারপরেই মাঠে কাঁদতে (Virat Kohli Crying) দেখা যায় কোহলিকে৷ তাঁর এই কান্নার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)৷
We Saw Virat Kohli as Captain of #RCB for the very last time Against #KKR. Gotta feel for him😔, An IPL Trophy as a Captain would have been a perfect way to end his Captaincy Career in IPL. Come Back Strong King. See You In the #T20WorldCup#IPL2021 | @mmonlinebet | #RCBvKKRpic.twitter.com/RKu1W2zHvc
জাতীয় দলের জার্সি গায়ে একের পর এক সাফল্য রয়েছে ক্যাপ্টেন বিরাট কোহলির। তবে আইপিএলে ক্যাপ্টেন হিসেবে খেলতে নামলেই বিরাট কোহলির কপালে জুটেছে ব্যর্থতা। বারবার ট্রফির কাছে গিয়েও তাঁকে খালি হাতে ফিরতে হয়েছে। সেই ব্যর্থতার দায় নিয়ে আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। চলতি মরসুমের পর তিনি আর আরসিবির অধিনায়কত্ব করবেন না, ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। অর্থাৎ আরসিবির ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির আর আইপিএলের ট্রফি ছুঁয়ে দেখা হলো না। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির সাফল্য রয়েছে অনেক। সব জিনিস তো আর সবাইকে ধরা দেয় না। বিরাট কোহলি আর আইপিএল ট্রফির মধ্যে দূরত্বটা রয়েই গেল
IPL 2021: KKR -র কাছে হেরে গিয়ে মাঠেই হাউহাউ করে কান্না বিরাটের, ভাইরাল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর