IPL 2021: CSK vs DC: চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের এক নম্বরে দিল্লি

Last Updated:

IPL 2021: CSK vs DC: ঋষভ পন্থ বনাম মহেন্দ্র সিং ধোনি ম্যাচে কাঁটায় কাঁটায় লড়াই. মাত্র ২ বল বাকি থাকতে সিএসকে কে হারাল দিল্লি৷

IPL 2021: CSK vs DC -Photo- File
IPL 2021: CSK vs DC -Photo- File
#দুবাই:  CSK vs DC ম্যাচ লো স্কোরিং হলেও দুবাইতে টানটান উত্তেজনায় ভরা হল IPL 2021 -র ৫০ তম ম্যাচ৷ জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৭ রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ১৯.৪  ওভারে ৭  উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছল দিল্লি ক্যাপিটাল্স (CSK vs DC) ৷ পাশাপাশি এই ম্যাচ জিতে আইপিএল ২০২১ -র (IPL 2021) পয়েন্ট টেবলে তারা এক নম্বরে পৌঁছে গেল৷
আইপিএল ২০২১ (IPL 2021) সিএসকে বনাম দিল্লি (CSK vs DC) ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটাল্স৷ এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে চেন্নাই সুপার কিংস৷ এদিনের ম্যাচ ছিল লো স্কোরিং৷ রতুরাজ, ফ্যাফ ডু প্লেসি, রবিন উত্থাপ্পা কেউই বড় স্কোর করতে পারেননি৷ ১৩ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রতুরাজ৷ অন্য ওপেনার ফ্যাফ ৮ বলে ১০ রান করেন৷ ফ্লপ সুরেশ রায়নার জায়গায় এই ম্যাচে সুযোগ পাওয়া রবিন উত্থাপ্পাও৷ তিনি ১৯ বলে ১৯ রান করেন৷
advertisement
ফ্লপ মইন আলিও৷ তিনিও মাত্র ৮ বলে ৫ রান করেন৷ এরপরে দলের হাল ধরেন অম্বাতি রায়ডু৷ ৪৩ বলে ৫৫ রান করে তিনি স্কোরকে একটু ভদ্রস্থ জায়গায় নিয়ে যান৷ তাঁর ইনিংস সাজানো ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ ধোনি ২৭ বলে মাত্র ১৮ রান করে আউট হন৷ দিল্লির হয়ে অক্ষর প্যাটেল ২ টি উইকেট নেন৷ আর নোৎর্জে, আবেশ খান, রবিচন্দ্রন অশ্বিন ১ টি করে উইকেট নেন৷
advertisement
advertisement
এদিকে রান তাড়া করতে নেমে টলমল শুরু করে দিল্লি ক্যাপিটাল্সও৷ প্রথমেই ফিরে যান ওপেনার পৃথ্বী শ৷ তাঁর রান ১২ বলে ১৮৷ চালিয়ে খেললেও বড় রান করতে পারেননি তিনি৷ শ্রেয়স আইয়ার ৭ বলে ২, ঋষভ পন্থ ১২ বলে ১৫ রান, রিপল প্যাটেল ২০ বলে ১৮ রান করেন৷ দিল্লির ওপেনার শিখর ধাওয়ান অবশ্য লো স্কোরিং টার্গেট তাড়ার ক্ষেত্রে উইকেটের একদিক ধরে রেখেছিলেন৷ কিন্তু ৩৫ বলে ৩৭ রান করে তিনি শার্দুল ঠাকুরের শিকার৷
advertisement
advertisement
শেষবেলায় দিল্লির হেটমেয়ার বেশ খানিকটা চালিয়ে খেলে দলকে আবার হাড্ডাহাড্ডি ম্যাচে ফেরানোর চেষ্টা করেন৷ নিজের চেষ্টায় একেবারে সফল তিনি৷ এদিকে শেষ ওভারে ডয়েন ব্র্যাভোর বলে অক্ষর প্যাটেল আবার ১০ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ হেটমেয়ার ১৮ বলে ২৮ রান করেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: CSK vs DC: চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের এক নম্বরে দিল্লি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement