IPL 2021: CSK vs DC: চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের এক নম্বরে দিল্লি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2021: CSK vs DC: ঋষভ পন্থ বনাম মহেন্দ্র সিং ধোনি ম্যাচে কাঁটায় কাঁটায় লড়াই. মাত্র ২ বল বাকি থাকতে সিএসকে কে হারাল দিল্লি৷
#দুবাই: CSK vs DC ম্যাচ লো স্কোরিং হলেও দুবাইতে টানটান উত্তেজনায় ভরা হল IPL 2021 -র ৫০ তম ম্যাচ৷ জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৭ রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছল দিল্লি ক্যাপিটাল্স (CSK vs DC) ৷ পাশাপাশি এই ম্যাচ জিতে আইপিএল ২০২১ -র (IPL 2021) পয়েন্ট টেবলে তারা এক নম্বরে পৌঁছে গেল৷
আইপিএল ২০২১ (IPL 2021) সিএসকে বনাম দিল্লি (CSK vs DC) ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটাল্স৷ এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে চেন্নাই সুপার কিংস৷ এদিনের ম্যাচ ছিল লো স্কোরিং৷ রতুরাজ, ফ্যাফ ডু প্লেসি, রবিন উত্থাপ্পা কেউই বড় স্কোর করতে পারেননি৷ ১৩ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রতুরাজ৷ অন্য ওপেনার ফ্যাফ ৮ বলে ১০ রান করেন৷ ফ্লপ সুরেশ রায়নার জায়গায় এই ম্যাচে সুযোগ পাওয়া রবিন উত্থাপ্পাও৷ তিনি ১৯ বলে ১৯ রান করেন৷
advertisement
ফ্লপ মইন আলিও৷ তিনিও মাত্র ৮ বলে ৫ রান করেন৷ এরপরে দলের হাল ধরেন অম্বাতি রায়ডু৷ ৪৩ বলে ৫৫ রান করে তিনি স্কোরকে একটু ভদ্রস্থ জায়গায় নিয়ে যান৷ তাঁর ইনিংস সাজানো ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ ধোনি ২৭ বলে মাত্র ১৮ রান করে আউট হন৷ দিল্লির হয়ে অক্ষর প্যাটেল ২ টি উইকেট নেন৷ আর নোৎর্জে, আবেশ খান, রবিচন্দ্রন অশ্বিন ১ টি করে উইকেট নেন৷
advertisement
advertisement
আরও পড়ুন - Viral Jahnvi! মাথায় আলুলায়িত চুলে গোঁজা ফুল!উত্থিত নিতম্ব, উদ্ভিন্ন যৌবনে ভরা খোলামেলা পোশাক
এদিকে রান তাড়া করতে নেমে টলমল শুরু করে দিল্লি ক্যাপিটাল্সও৷ প্রথমেই ফিরে যান ওপেনার পৃথ্বী শ৷ তাঁর রান ১২ বলে ১৮৷ চালিয়ে খেললেও বড় রান করতে পারেননি তিনি৷ শ্রেয়স আইয়ার ৭ বলে ২, ঋষভ পন্থ ১২ বলে ১৫ রান, রিপল প্যাটেল ২০ বলে ১৮ রান করেন৷ দিল্লির ওপেনার শিখর ধাওয়ান অবশ্য লো স্কোরিং টার্গেট তাড়ার ক্ষেত্রে উইকেটের একদিক ধরে রেখেছিলেন৷ কিন্তু ৩৫ বলে ৩৭ রান করে তিনি শার্দুল ঠাকুরের শিকার৷
advertisement
ICYMI: @SDhawan25's sensational onslaught 🔥 🔥
2 fours & 2 sixes in an over as Gabbar goes big against Deepak Chahar 👌 👌 #VIVOIPL #DCvCSK @DelhiCapitals Watch it here 🎥 🔽https://t.co/VClv02eA38 — IndianPremierLeague (@IPL) October 4, 2021
advertisement
#DelhiCapitals 6⃣ down as Shikhar Dhawan departs!
A big wicket for @ChennaiIPL as @imShard strikes. 👏 👏 #VIVOIPL #DCvCSK Follow the match 👉 https://t.co/zT4bLrDCcl pic.twitter.com/PbjrZncxRG — IndianPremierLeague (@IPL) October 4, 2021
শেষবেলায় দিল্লির হেটমেয়ার বেশ খানিকটা চালিয়ে খেলে দলকে আবার হাড্ডাহাড্ডি ম্যাচে ফেরানোর চেষ্টা করেন৷ নিজের চেষ্টায় একেবারে সফল তিনি৷ এদিকে শেষ ওভারে ডয়েন ব্র্যাভোর বলে অক্ষর প্যাটেল আবার ১০ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ হেটমেয়ার ১৮ বলে ২৮ রান করেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2021 11:14 PM IST