সানরাইজার্স হায়দরাবাদ: ১৭৫/৭ ( ২০ ওভার)
#হায়দরাবাদ: প্লে অফে ওঠার জন্য এটা মাস্ট উইন ম্যাচ উইলিয়ামসনদের ৷ এই অবস্থায় বেঙ্গালুরুতে শনিবার আরসিবি-র বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ ৷ অধিনায়ক উইলিয়ামসন একাই (৭০ অপরাজিত) করেন ৷ ওপেন করতে নেমে ঋদ্ধিমান (২০) এবং মার্টিন গাপ্তিল করেন ৩০ রান ৷ আরসিবি বোলারদের মধ্যে ৩টি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর ৷
Innings Break!
The @SunRisers post a total of 175/7 after 20 overs. Is this enough for the #SRH bowlers to defend?#RCBvSRH pic.twitter.com/2grGC3nXOI — IndianPremierLeague (@IPL) May 4, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2019, Ken Williamson, RCB vs SRH