IPL 2019: হ্যাটট্রিক ‘সুপার স্যাম’-এর, Curran-কে জাপটে ধরে ভাংড়া মালকিন প্রীতির !
Last Updated:
#মোহালি: দ্বাদশ আইপিএলে প্রথম হ্যাটট্রিক ৷ পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ১৮তম প্লেয়ার হিসেবে হ্যাটট্রিক করতে সফল কিংস ইলেভেন পঞ্জাবের ব্রিটিশ স্পিনার স্যাম কারান ৷ সোমবার তাঁর দুরন্ত হ্যাটট্রিকের সৌজন্যেই ১৪ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে লিগ টেবলে দু’নম্বর স্থানে উঠে এল প্রীতি জিন্টার দল ৷ খুব একটা বড় টার্গেট তাড়া করতে না হলেও হার হজম করে স্বভাবতই হতাশ দিল্লি শিবির ৷ ম্যাচ শেষে দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘‘খুব বড় টার্গেট ছিল না। কিন্তু জেতার মতো ক্রিকেট আমরা খেলতেই পারিনি। পিছিয়ে থেকেও পঞ্জাব পরের দিকে সমস্ত বিভাগেই আমাদের ছাপিয়ে গিয়েছে।’’
Some bhangra moves there, courtesy @realpreityzinta & @CurranSMpic.twitter.com/VAeXq3I07o — IndianPremierLeague (@IPL) April 1, 2019
advertisement
ঘরের মাঠে দিল্লিকে হারানোর পর মাঠেই সেলিব্রেশনে মাতেন কিংস ইলেভেন ক্রিকেটাররা থেকে শুরু করে টিম মালকিন প্রত্যেকেই ৷ বাউন্ডারি লাইনে ঢোল বাজিয়ে ক্রিকেটাররা ভাংড়া তো নাচলেনই ৷ তাঁদের সঙ্গ দিলেন খোদ কিংস ইলেভেন মালকিন প্রীতি জিন্টাও ৷ ম্যাচের নায়ক স্যাম কারানের সঙ্গে ভাংড়া নাচার পাশাপাশি তাঁকে জড়িয়েও ধরেন প্রীতি ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যাম বলেন, ‘‘ আমি প্রথমে বুঝতেই পারিনি যে হ্যাটট্রিক করেছি ৷ কারণ মাঠের দর্শকরা এতই চিৎকার করছিলেন, নিজেকেই শুনতে পারছিলাম না ৷ গত ছ’মাস ধরে অনেক খেটেছি ৷ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই উন্নতির জন্য প্রচুর খাটে হয়েছে ৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2019 11:04 AM IST