#হায়দরাবাদ: আইপিএলে আরও একটা দুর্দান্ত জয় সানরাইজার্স হায়দরাবাদের ৷ পাশাপাশি আরও একটা একপেশে হার বিরাটের আরসিবির ৷ উপ্পলে রবিবাসরীয় ম্যাচে ১১৮ রানে হার হজম কোহলি ব্রিগেডের ৷ ২৩২ রান তাড়া করতে নেমে মাত্র ১১৩ রানেই অলআউট আরসিবি ৷ এদিনের ম্যাচে সানরাইজার্সের জয়ের নায়ক অবশ্য একজন নয় ৷ তিন তিনজন ৷ বেয়ারস্টো-ওয়ার্নারের জোড়া শতরানের পর বল হাতে দলকে জেতালেন আফগানিস্তানের মহম্মদ নবি ৷
Watching @jbairstow21 & @davidwarner31 bat. Must say everything about their partnership has been extraordinary. Some serious shots and hard running between the wickets in this heat. Truly remarkable...#SRHvRCB pic.twitter.com/X4Xl1fpfv1
— Sachin Tendulkar (@sachin_rt) March 31, 2019
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপক্ষের বোলারদের ধ্বংস করার কাজে এদিন নেমে পড়েছিলেন সানরাইজার্সের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নার ৷ চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন ওয়ার্নার ৷ এদিন সেঞ্চুরি পেলেন আরেক ওপেনার বেয়ারস্টোও ৷ প্রথম উইকেটের জুটিতেই ওঠে ১৮৫ রান ৷ যা আইপিএলে নতুন রেকর্ডও বটে ৷ বেয়ারস্টো-ওয়ার্নারের খেলায় এদিন মুগ্ধ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও ৷ ট্যুইট করে জানান, ‘‘ওয়ার্নারদের পার্টনারশিপ এদিন অসাধারণ ৷ কিছু সিরিয়াস শটের পাশাপাশি ওদের রানিং বিটউইন দ্য উইকেটসও ছিল দুর্দান্ত ৷ যা জমিয়ে দেয় খেলা ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2019, Sachin Tendulkar, SRH vs RCB