IPL 2019: বেয়ারস্টো-ওয়ার্নারের ব্যাটিংয়ে মুগ্ধ সচিন, কী ট্যুইট করলেন মাস্টার ব্লাস্টার ?

Last Updated:
#হায়দরাবাদ: আইপিএলে আরও একটা দুর্দান্ত জয় সানরাইজার্স হায়দরাবাদের ৷ পাশাপাশি আরও একটা একপেশে হার বিরাটের আরসিবির ৷ উপ্পলে রবিবাসরীয় ম্যাচে ১১৮ রানে হার হজম কোহলি ব্রিগেডের ৷ ২৩২ রান তাড়া করতে নেমে মাত্র ১১৩ রানেই অলআউট আরসিবি ৷ এদিনের ম্যাচে সানরাইজার্সের জয়ের নায়ক অবশ্য একজন নয় ৷ তিন তিনজন ৷ বেয়ারস্টো-ওয়ার্নারের জোড়া শতরানের পর বল হাতে দলকে জেতালেন আফগানিস্তানের মহম্মদ নবি ৷
advertisement
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপক্ষের বোলারদের ধ্বংস করার কাজে এদিন নেমে পড়েছিলেন সানরাইজার্সের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নার ৷ চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন ওয়ার্নার ৷ এদিন সেঞ্চুরি পেলেন আরেক ওপেনার বেয়ারস্টোও ৷ প্রথম উইকেটের জুটিতেই ওঠে ১৮৫ রান ৷ যা আইপিএলে নতুন রেকর্ডও বটে ৷ বেয়ারস্টো-ওয়ার্নারের খেলায় এদিন মুগ্ধ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও ৷ ট্যুইট করে জানান, ‘‘ওয়ার্নারদের পার্টনারশিপ এদিন অসাধারণ ৷ কিছু সিরিয়াস শটের পাশাপাশি ওদের রানিং বিটউইন দ্য উইকেটসও ছিল দুর্দান্ত ৷ যা জমিয়ে দেয় খেলা ৷ ’’
advertisement
0U5A7056
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2019: বেয়ারস্টো-ওয়ার্নারের ব্যাটিংয়ে মুগ্ধ সচিন, কী ট্যুইট করলেন মাস্টার ব্লাস্টার ?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement