#IPL 2019: RCB vs CSK : জয়ের জন্য চেন্নাইয়ের সামনে লক্ষ্য ১৬২

Last Updated:
#বেঙ্গালুরু : জয়ের জন্য চেন্নাইয়ের সামনে লক্ষ্য ১৬২৷ এদিন ২০ ওভারে আরসিবি ৭ উইকেটে ১৬১ রান তোলে ৷ এদিন চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন চাহার, শার্দুল ঠাকুর ও ব্র্যাভো ৷
বেঙ্গালুরুতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ ওভারে    করল আরসিবি ৷ এদিন বিরাট তাড়াতাড়ি আউট হয়ে গেলেও দায়িত্বপূর্ণ ইনিংস খেললেন পার্থিব প্যাটেল ৷ আইপিএলের ৩০ তম এবং এই মরসুমের দ্বিতীয় অর্ধশতরান করে ফেললেন ৷ ৩৬ বলে ৫৩ রান করে ডয়েন ব্র্যাভোর বলে আউট হন তিনি ৷ এদিনের পার্থিবের ইনিংস সাজানো ২ টি চার ৪ টি ছয় দিয়ে ৷
advertisement
এদিন স্টোয়ানিস আউট হন এক দুদ্ধর্ষ ক্যাচে ১৪ রানে ৷ মোয়েন আলি২৬ রানে আউট হন ৷
advertisement
KKR -র বিরুদ্ধে ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন বিরাট কোহলি ৷ আর সেই কোহলিকেই বোতলবন্দি করে মাত্র ৯ রানে প্যাকআপ করে দিলেন মাহি ৷ খেলার বয়স তখন ২.৩ ওভারে দীপক চাহারের বলে ধোনির হাতেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট ৷
advertisement
তবে অবশ্য বিরাট আউট হলেও আরসিবি-র ইনিংস স্বচ্ছন্দেই এগোচ্ছে ৷ এই ম্যাচে এবি ডিভিলিয়ার্স দলে ফিরেছেন যা বাড়তি ভরসা যোগাচ্ছে বিরাটের দলকে ৷ তবে তিনি এদিন ২৫ রানে আউট হন ৷এদিন আকাশদীপ  নাথ আউট হন ২৪ রান করে ৷
এখন থেকে বিরাট কোহলির দলের কাছে প্রতিটা ম্যাচই সেমিফাইনাল ৷ যে জায়গায় আরসিবি রয়েছে তাতে প্রতিটা ম্যাচে জিতলে তবেই মিলতে পারে শেষ চারের টিকিট ৷ অন্যদিকে ধোনি ব্রিগেড লিগ টেবলের এক নম্বরে থাকলেও গত ম্যাচেই হেরেছ ফলে জয়ের ধারায় তারা ফিরতে মরিয়া  ৷
advertisement
আইপিএলে পিঠে স্প্যাজমের জন্য সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ আর সেই ম্যাচে হার স্বীকার করতে হয়েছিল তাঁর দলকে ৷ ৬ উইকেটে জিতেছিল হায়দরাবাদ ৷
এদিকে এদিন ম্যাচ শুরুর আগে মালদ্বীপের প্রেসিডেন্টের হাতে জার্সি তুলে দেন দুই আইপিএল দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ও বিরাট কোহলি ৷
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#IPL 2019: RCB vs CSK : জয়ের জন্য চেন্নাইয়ের সামনে লক্ষ্য ১৬২
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement