#IPL 2019: RCB vs CSK : জয়ের জন্য চেন্নাইয়ের সামনে লক্ষ্য ১৬২
Last Updated:
#বেঙ্গালুরু : জয়ের জন্য চেন্নাইয়ের সামনে লক্ষ্য ১৬২৷ এদিন ২০ ওভারে আরসিবি ৭ উইকেটে ১৬১ রান তোলে ৷ এদিন চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন চাহার, শার্দুল ঠাকুর ও ব্র্যাভো ৷
বেঙ্গালুরুতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ ওভারে করল আরসিবি ৷ এদিন বিরাট তাড়াতাড়ি আউট হয়ে গেলেও দায়িত্বপূর্ণ ইনিংস খেললেন পার্থিব প্যাটেল ৷ আইপিএলের ৩০ তম এবং এই মরসুমের দ্বিতীয় অর্ধশতরান করে ফেললেন ৷ ৩৬ বলে ৫৩ রান করে ডয়েন ব্র্যাভোর বলে আউট হন তিনি ৷ এদিনের পার্থিবের ইনিংস সাজানো ২ টি চার ৪ টি ছয় দিয়ে ৷
advertisement
এদিন স্টোয়ানিস আউট হন এক দুদ্ধর্ষ ক্যাচে ১৪ রানে ৷ মোয়েন আলি২৬ রানে আউট হন ৷
advertisement
KKR -র বিরুদ্ধে ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন বিরাট কোহলি ৷ আর সেই কোহলিকেই বোতলবন্দি করে মাত্র ৯ রানে প্যাকআপ করে দিলেন মাহি ৷ খেলার বয়স তখন ২.৩ ওভারে দীপক চাহারের বলে ধোনির হাতেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট ৷
advertisement
তবে অবশ্য বিরাট আউট হলেও আরসিবি-র ইনিংস স্বচ্ছন্দেই এগোচ্ছে ৷ এই ম্যাচে এবি ডিভিলিয়ার্স দলে ফিরেছেন যা বাড়তি ভরসা যোগাচ্ছে বিরাটের দলকে ৷ তবে তিনি এদিন ২৫ রানে আউট হন ৷এদিন আকাশদীপ নাথ আউট হন ২৪ রান করে ৷
এখন থেকে বিরাট কোহলির দলের কাছে প্রতিটা ম্যাচই সেমিফাইনাল ৷ যে জায়গায় আরসিবি রয়েছে তাতে প্রতিটা ম্যাচে জিতলে তবেই মিলতে পারে শেষ চারের টিকিট ৷ অন্যদিকে ধোনি ব্রিগেড লিগ টেবলের এক নম্বরে থাকলেও গত ম্যাচেই হেরেছ ফলে জয়ের ধারায় তারা ফিরতে মরিয়া ৷
advertisement
আইপিএলে পিঠে স্প্যাজমের জন্য সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ আর সেই ম্যাচে হার স্বীকার করতে হয়েছিল তাঁর দলকে ৷ ৬ উইকেটে জিতেছিল হায়দরাবাদ ৷
এদিকে এদিন ম্যাচ শুরুর আগে মালদ্বীপের প্রেসিডেন্টের হাতে জার্সি তুলে দেন দুই আইপিএল দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ও বিরাট কোহলি ৷
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2019 9:43 PM IST