#হায়দরাবাদ: পারফেক্ট ফাইনাল ম্যাচ হয়তো একেই বলে ৷ হাড্ডাহাড্ডির ম্যাচে লড়াই হল একেবারে শেষ বল পর্যন্ত ৷ চেন্নাইকে মাত্র ১ রানে হারিয়ে চতুর্থ আইপিএল খেতাব জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ এদিন শেষ ওভারের নায়ক অবশ্যই লসিথ মালিঙ্গা ৷ অতীতে বহু ম্যাচ মুম্বইকে জিতিয়েছেন তিনি ৷ এদিনও সঠিকসময় জ্বলে উঠলেন শ্রীলঙ্কার তারকা পেসার ৷
ম্যাচ জিততে শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৯ রান ৷ ম্যাচ বের করে নেবেন ধোনিরা, তা মোটামুটি ধরেই নিয়েছিলেন সিএসকে সমর্থকরা ৷ কিন্তু শেষ মুহূর্তে সব হিসেব পাল্টে দিলেন মালিঙ্গা ৷ শেষ বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের ৷ কিন্তু মালিঙ্গার ব্লক হোলে পড়া বল সামলাতে পারলেন না শার্দুল ঠাকুর ৷ তাঁকে এলবিডব্লিউ করে মুম্বইকে আরও একটা আইপিএল ট্রফি এনে দিলেন মালিঙ্গা ৷ ডাগ আউটে তখন হতাশ চেন্নাই ক্রিকেটাররা ৷ দেখে নিন মুম্বইয়ের জয়ের সেই অসাধারণ মুহূর্ত ৷
Unprecedented scenes from Hyderabad as @mipaltan became #VIVOIPL champs for the 4⃣th time!
Lasith Malinga showing his true class in the last over #MIvCSK pic.twitter.com/ZzVK0KHx5O — IndianPremierLeague (@IPL) May 12, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CSK vs MI, IPL 2019, IPL 2019 Final, Lasith Malinga