IPL 2019 Auction: ৮.৪ কোটি টাকায় কিংস ইলেভেনে বরুণ চক্রবর্তী ! নিলামে চমক তামিলনাডুর মিস্ট্রি স্পিনারের

Last Updated:
#মুম্বই: বেস প্রাইজ ছিল ২০ লক্ষ টাকা ৷ নিলামে জুটল ৮.৪ কোটি টাকা ! হ্যাঁ, এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে মঙ্গলবার আইপিএলের নিলামে ৷ ক্রিকেটারের নাম বরুণ চক্রবর্তী ৷ কে তিনি ? জানতে রীতিমতো গুগল করতে হল ক্রিকেটপ্রেমীদের ৷ তামিলনাডুর এই ‘মিস্ট্রি স্পিনার’-কে এবার দলে নিতে ঝাঁপিয়েছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই ৷ শেষপর্যন্ত তাঁকে দলে নিতে সফল প্রীতির কিংস ইলেভেন পঞ্জাব ৷
মাত্র ১৩ বছর বয়স থেকেই উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট খেলা শুরু করেন বরুণ ৷ স্কুলে থাকাকালীন চুটিয়ে খেললেও কলেজে উঠেই আচমকা খেলা ছেড়ে দেন তিনি ৷ আরকিটেকচার নিয়ে চেন্নাইয়ের SRM বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন তিনি ৷ গ্র্যাজুয়েশনের পর একটি আরকিটেকচার ফার্মে দু’বছর কাজও করেন তিনি ৷ এরপর ফের ক্রিকেট খেলা শুরু করেন ৷ তবে পেসার হিসেবে ৷
advertisement
advertisement
কয়েকটি স্থানীয় ক্লাবের হয়ে খেলার পর হাঁটুর চোটে ভোগেন তিনি ৷ এরপর অবশ্য আর পেসার নয়, বল স্পিন করাতেই বেশি মন দেন ৷ সিএসকে ও কেকেআর-এর নেটে বল করার অভিজ্ঞতা রয়েছে বরুণের ৷ এরপরই অবশ্য মাদুরাই প্যান্থার্সের হয়ে তামিলনাডু প্রিমিয়ার লিগে অভিষেক ঘটে তাঁর ৷ এবার তামিলনাডু প্রিমিয়ার লিগ থেকে সরাসরি আইপিএলে বরুণ ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2019 Auction: ৮.৪ কোটি টাকায় কিংস ইলেভেনে বরুণ চক্রবর্তী ! নিলামে চমক তামিলনাডুর মিস্ট্রি স্পিনারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement