পুরোন মালিকরা ঠকালেও, দোস্তরা ঠকায়নি , গেইলের ছবি পোস্ট চাহালের

Last Updated:

বাইশ গজে আজ তারা প্রতিপক্ষ কিন্তু আজও গেইলের তিনি খুব কাছের মিত্র ৷ তিনি যজুবেন্দ্র চাহাল ৷

#বেঙ্গালুরু: বাইশ গজে আজ তারা প্রতিপক্ষ কিন্তু আজও গেইলের তিনি খুব কাছের মিত্র ৷ তিনি যজুবেন্দ্র চাহাল ৷ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আরও একবার নিজেদের পুরোন দোস্তি স্মৃতি উস্কে দিলেন ভারতের উঠতি এই স্পিনার ৷
এই মুহূর্তে আরসিবি-র হয়ে খেলছেন চাহাল আর গেইলকে ধরে রাখেনি তারা ৷ তাই আজ তিনি কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটার ৷ সোমবার দুই মিত্র একে অপরের বিরুদ্ধে ক্রিকেটও খেলেছেন ৷ কিংস ইলেভেন ৮৮ রানে অলআউট হয়ে যায় ৷ অন্যদিকে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি ৷ বিরাট ও পার্থিবই জয়ের প্রয়োজনীয় ৮৯ রান তুলে নেয় ৷
advertisement
এদিন ম্যাচ শেষে যখন দুই দলের ক্রিকেটাররা হাত মেলাচ্ছিলেন তখন বিরাট কোহলিকে আলিঙ্গনও করেন ৷ ধরা পড়ছিল উষ্ণতার টুকরো ছবি ৷ সেটাই আরও একবার পরিষ্কার হয়ে গেল যখন চাহাল তাঁদের দু‘জনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৷
advertisement
Photo Courtesy : Yuzvendra Chahal / Instagram Photo Courtesy : Yuzvendra Chahal / Instagram
advertisement
এর নিচে তিনি যখন পারফেক্ট ক্যাপশন চান তখন তাতে গেইল কমেন্ট করেন হি মিস মি ৷ অর্থাৎ ও আমাকে মিস করে ৷ এর উত্তরে আবার চাহাল লেখেন হ্যাঁ আমি করি ৷
আসলে ফ্রাঞ্চাইজিদের  সঙ্গে সম্পর্ক বিগড়োলেও ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও ফারাক আনেননি গেইল প্রমাণ করল এই ছবি ৷
বাংলা খবর/ খবর/খেলা/
পুরোন মালিকরা ঠকালেও, দোস্তরা ঠকায়নি , গেইলের ছবি পোস্ট চাহালের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement