হায়দরাবাদে গিয়ে কেমন আছেন বাংলার ছেলে, জানুন ঋদ্ধির জবানিতেই

Last Updated:

বাংলার ছেলে, কিন্তু আইপিএলের দলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন৷ আসলে দীর্ঘদিনই আইপিএলের মরশুমে তিনি ভিনদেশি ফ্রাঞ্চাইজিদের পছন্দের পাত্র৷

#চণ্ডীগড়:   বাংলার ছেলে, কিন্তু আইপিএলের দলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন৷ আসলে দীর্ঘদিনই আইপিএলের মরশুমে তিনি ভিনদেশি ফ্রাঞ্চাইজিদের পছন্দের পাত্র৷
২০১৩ সালে আইপিএলে তিনি খেলেছিলেন কিংস ইলেভেনের জার্সিতে৷ সে সময়ে তিনি ওপেন করতেন৷ এই স্লটে তিনি শতরানও করেছিলেন৷ এবার আবার হায়দরাবাদের জার্সিতে খেলতে নেমে সেই ওপেনিং স্লট পেয়েছেন৷ স্বভাবত শান্ত ঋদ্ধিমান সাহা যেকোনও পজিশন,অবস্থা সব কিছুতেই মানিয়ে নেন৷ কিন্তু এখন তিনি যে পজিশনে খেলতে নামছেন তা নিয়ে বেশ খুশি কলকাতা ময়দানের পাপালি৷
advertisement
ঋদ্ধিমান সাহা জানিয়েছেন, ‘‘আমি আমার সহজাত খেলা খেলতে পছন্দ করি৷ কোচ টম মুডি ও অধিনায়ক কেন উইলিয়ামসন আমাকে সেটা চালিয়ে যেতে বলেছেন৷ আমি ইনিংস ওপেন করার সুযোগ পাচ্ছি৷ এটা একটা বাড়তি সুযোগ৷ আমার স্বাভাবিক ক্রিকেট খেলার স্বাধীনতা ওঁরা দিয়েছেন৷ ’’
advertisement
ঋদ্ধি আরও জানিয়েছেন তাঁকে দলের প্রয়োজনে যেখানে ব্যবহার করা হবে সেখানেই খেলতে তাঁর কোনও অসুবিধা নেই৷ পাশাপাশি অধিনায়ক কেন উইলিয়ামসনের ভূয়সী প্রশংসা করেছেন সানরাইজার্সের অধিনায়ক৷ ঋদ্ধি বলেছেন ‘‘কেন সবসময়ে ভীষণ ওপেন৷ ও সতীর্থদের থেকে পরামর্শ নেয়৷ ম্যাচে যাতে চাপহীণ থাকা যায় তার স্বাধীনতা ও দেয়৷ পাশাপাশি ও এতটাই শান্ত থাকে যা দলে পজিটিভ ভাইব আনতে সাহায্য করে৷ দলের সঙ্গে ওঁর বন্ডিংও দারুণ৷ ’’
advertisement
ভারতের টেস্ট জার্সিতে খেলা ঋদ্ধি ব্যকরণ মেনে ক্রিকেট খেলতে পছন্দ করেন৷ তাঁর সাফ কথা খেলাটা ঠিক হলে রান আসবেই, তা সে টেস্ট ক্রিকেটই হোক বা টি-টোয়েন্টি৷ ফলে আইপিএলের ধামাকার বাজারেও নিজের ফোকাসে বিশ্বাসী বাঙালি ঋদ্ধি৷
বাংলা খবর/ খবর/খেলা/
হায়দরাবাদে গিয়ে কেমন আছেন বাংলার ছেলে, জানুন ঋদ্ধির জবানিতেই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement