দাড়ি তিনি কাটবেন না, কারণ হিসেবে যা জানালেন ক্যাপ্টেন কোহলি

Last Updated:

এখন কোন ক্রিকেটাররা দাড়ি রাখেন বাছার চেয়ে কোন ক্রিকেটার দাড়ি রাখেন না সেটা বলা অনেক সহজ ৷ কারণ সংখ্যাটা নিতান্তই নগন্য ৷

#বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেটে দাড়ি এখন ইন ফ্যাশন ৷ শুরুটা হয়েছিল বিরাট কোহলির হাত ধরে ৷ এখন সেটা ভাইরাল হয়ে গেছে ৷ এখন কোন ক্রিকেটাররা দাড়ি রাখেন বাছার চেয়ে কোন ক্রিকেটার দাড়ি রাখেন না সেটা বলা অনেক সহজ ৷ কারণ সংখ্যাটা নিতান্তই নগন্য ৷
তারওপর বিরাট কোহলি আবার জানিয়েছেন অদূর ভবিষ্যতে দাড়ি কাটার সম্ভবনা নেই ৷ বিরাট কোহলি নিজের সব সিদ্ধান্তই নিয়েই খোলামেলা ৷ তাই দাড়ি কাটা নিয়ে আসা প্রশ্নেও তার সাবলীল ড্রাইভে তিনি জানিয়েছেন ‘‘আমি মনে করি না, আমি সত্যিই এটা পছন্দ করি ৷’’
এদিকে ফ্যানদের প্রশ্নের উত্তরে আরও সব অজানা তথ্যও চলে এসেছে সামনে ৷ তিনি জানিয়েছেন নিজের জুতো এখনও তিনি নিজেই পরিষ্কার করেন ৷ আসলে এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ রোজগেরে ক্রীড়াবিদদের মধ্যে তিনি সামনের সারিতে ৷ তবুও ছোটবেলার যে স্বভাব সেটা আজও ছাড়তে পারেননি তিনি ৷
advertisement
advertisement
এদিকে কিভাবে নিজের দাড়ির পরিচর্যা করেন তাও খোলসা করেছেন ক্যাপ্টেন কোহলি ৷ নিজের দাড়ি প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘‘ এটাতে আমায় ভালো দেখায়, তাই আমি এটার থেকে মুক্তি পেতে চাই না ৷’’
‘‘দাড়িকে যত্নে রাখার তেল এখন সহজেই পাওয়া যায়, ফলে অল্প একটু তেল লাগিয়ে নাও , আর পুরো বিষয়টি হাতের মুঠোয় ৷’’
advertisement
‘‘ তবে যখন এটা অনেকটা বড় হয়ে যায় তখন আমায় এটা ট্রিম করতে হয় ৷সেটাই  একমাত্র সময়, যখন এটা একটু ছেঁটে দেওয়া হয় ৷ অন্যসময়ে কখনই নয় ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দাড়ি তিনি কাটবেন না, কারণ হিসেবে যা জানালেন ক্যাপ্টেন কোহলি
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement