Home /News /sports /
দাড়ি তিনি কাটবেন না, কারণ হিসেবে যা জানালেন ক্যাপ্টেন কোহলি

দাড়ি তিনি কাটবেন না, কারণ হিসেবে যা জানালেন ক্যাপ্টেন কোহলি

File photo of Team India skipper Virat Kohli. (PTI)

File photo of Team India skipper Virat Kohli. (PTI)

এখন কোন ক্রিকেটাররা দাড়ি রাখেন বাছার চেয়ে কোন ক্রিকেটার দাড়ি রাখেন না সেটা বলা অনেক সহজ ৷ কারণ সংখ্যাটা নিতান্তই নগন্য ৷

 • Share this:

  #বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেটে দাড়ি এখন ইন ফ্যাশন ৷ শুরুটা হয়েছিল বিরাট কোহলির হাত ধরে ৷ এখন সেটা ভাইরাল হয়ে গেছে ৷ এখন কোন ক্রিকেটাররা দাড়ি রাখেন বাছার চেয়ে কোন ক্রিকেটার দাড়ি রাখেন না সেটা বলা অনেক সহজ ৷ কারণ সংখ্যাটা নিতান্তই নগন্য ৷

  তারওপর বিরাট কোহলি আবার জানিয়েছেন অদূর ভবিষ্যতে দাড়ি কাটার সম্ভবনা নেই ৷ বিরাট কোহলি নিজের সব সিদ্ধান্তই নিয়েই খোলামেলা ৷ তাই দাড়ি কাটা নিয়ে আসা প্রশ্নেও তার সাবলীল ড্রাইভে তিনি জানিয়েছেন ‘‘আমি মনে করি না, আমি সত্যিই এটা পছন্দ করি ৷’’

  এদিকে ফ্যানদের প্রশ্নের উত্তরে আরও সব অজানা তথ্যও চলে এসেছে সামনে ৷ তিনি জানিয়েছেন নিজের জুতো এখনও তিনি নিজেই পরিষ্কার করেন ৷ আসলে এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ রোজগেরে ক্রীড়াবিদদের মধ্যে তিনি সামনের সারিতে ৷ তবুও ছোটবেলার যে স্বভাব সেটা আজও ছাড়তে পারেননি তিনি ৷

  এদিকে কিভাবে নিজের দাড়ির পরিচর্যা করেন তাও খোলসা করেছেন ক্যাপ্টেন কোহলি ৷ নিজের দাড়ি প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘‘ এটাতে আমায় ভালো দেখায়, তাই আমি এটার থেকে মুক্তি পেতে চাই না ৷’’

   ‘‘দাড়িকে যত্নে রাখার তেল এখন সহজেই পাওয়া যায়, ফলে অল্প একটু তেল লাগিয়ে নাও , আর পুরো বিষয়টি হাতের মুঠোয় ৷’’

  ‘‘ তবে যখন এটা অনেকটা বড় হয়ে যায় তখন আমায় এটা ট্রিম করতে হয় ৷সেটাই  একমাত্র সময়, যখন এটা একটু ছেঁটে দেওয়া হয় ৷ অন্যসময়ে কখনই নয় ৷ ’’

  First published:

  Tags: Indian Cricket Team, IPL 11, IPL 2018, Virat Kohli

  পরবর্তী খবর