‘হেরো’ দলের অধিনায়ক বিরাট বেছে নিলেন এই আইপিএলের সবচেয়ে শক্তিশালীদের

Last Updated:

অধিনায়ক কোহলি অবশ্য আর দলের ক্রিকেটারদের দিকে আঙুল না তুলে তাঁর নজরে এই আইপিএলের সবচেয়ে বড় গাঁঠ দলকে বেছে নিয়েছেন ৷

#বেঙ্গালুরু: এই আইপিএলের ধারাবাহিক ব্যর্থ দলের তকমা তাঁদের গায়ে সেঁটে গেছে ৷ শব্দ না লিখলেও অসুবিধা হওয়ার কথা নয় বুঝতে, যে এটা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ ১০ ম্যাচের মাত্র ৩ টি জিতেছে তারা ৷ সোমবারও জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়েও হারতে হয়েছে তাদের ৷
এরপর অধিনায়ক কোহলি অবশ্য আর দলের ক্রিকেটারদের দিকে আঙুল না তুলে তাঁর নজরে এই আইপিএলের সবচেয়ে বড় গাঁঠ দলকে বেছে নিয়েছেন ৷
ক্যাপ্টেন কোহলির মতে সানরাইজার্স হায়দরাবাদ এ মরশুমের আইপিএলের সবচেয়ে শক্তিশালী দল ৷ তিনি বলেছেন, ‘‘সানরাইজার্স দলে এমন কিছু ক্রিকেটার রয়েছেন যাঁরা চাপের মুখে ভালো পারফর্ম করতে পারেন ৷ এই মরশুমে এটাই তাঁদের ট্রেন্ড ৷ ওঁরা ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানে ৷ তার জন্যে ওঁরা সফল হচ্ছে ৷ বোলিংয়ের দিক থেকেও সানরাইজার্স শক্তিশালী দল ৷ তবে সব দিক থেকে বিচার করলে কিংস ইলেভেন , সিএসকেও শক্তিশালী ৷’’
advertisement
advertisement
এছাড়াও তিনি আরও বলেছেন , ‘‘এই ম্যাচটা যেভাবে গেছে তাতে আমাদের হারাই উচিত ৷ খেলায় সঠিক প্রয়োগ দেখাতে পারেনি ৷ যে সব সময়ে আমরা যে শটগুলি খেলেছি সেগুলো খেলা উচিত হয়নি ৷ ’’
এদিকে সার্বিক ধারাবাহিকতাহীণতায় ভুগলে এখনও আইপিএলের প্লে অফে অঙ্কের বিচারে পৌঁছনোর সুযোগ রয়েছে আরসিবি-র সামনে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘হেরো’ দলের অধিনায়ক বিরাট বেছে নিলেন এই আইপিএলের সবচেয়ে শক্তিশালীদের
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement