#মুম্বই: মঙ্গলবার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে ঝাঁপাতে চলেছে আইপিএল টেবলের এক নম্বর দল সানরাইজার্স হায়দরাবাদ ও দু‘নম্বর দল চেন্নাই সুপার কিংস ৷
এই দুই দলের টক্কর যেন সেয়ানে –সেয়ানে কোলাকুলি ৷ হায়দরাবাদ এবং চেন্নাই দুটি দলই ৯ টি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট করে পেয়েছে ৷ দুই অধিনায়কও দারুণ ফর্মে ৷ কেন উইলিয়ামসন ও মহেন্দ্র সিং ধোনি নিজেরা ব্যাট হাতে ছন্দে রয়েছেন ৷ একইভাবে দু‘জনেই দল পরিচালনার কাজেও অনবদ্য দক্ষতার পরিচয় রেখেছেন ৷
তবে মুম্বইয়ের এই মেগা ম্যাচের আগে সামাণ্য হলেও এগিয়ে রয়েছে সিএসকে তা নিঃসন্দেহে বলা যায় ৷ কারণ সানরাইজার্স হায়দরাবাদ সবার আগে আইপিএলের প্লে অফে জায়গা করে নেওয়ার পর কেমন যেন ছন্দহীণ হয়ে গিয়েছিল ৷ এমনকি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে তারা ৷ কলকাতা জিতে প্লে অফের জায়গা পাকা করে নিয়েছে ৷ তবে সিএসকে নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে জিতেছে ৷ পরপর উইকেট হারিয়ে একসময়ে খারাপ জায়গায় চলে গেলেও পরে ম্যাচে ফিরে এসেছে তারা ৷
সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন এ মরশুমে এখনও অবধি ব্যাট হাতে ৬৬১ রান করেছেন , ম্যাচ প্রতি রান ৬০-রও বেশি ৷ রানের মধ্যে রয়েছেন তাদের ধামাকা ওপেনার শিখর ধাওয়ান ৷ তিনি করেছেন ৪৩৭ রান ৷ বোলিং ব্রিগেডটিও বেশ তৈরি তাদের ৷ রয়েছে ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা ৷ স্পিনিং বিভাগে রশিদ খানকে সহযোগিতা করবেন শাকিব আল হাসান ৷
এদিকে কম নেই সিএসকেও ৷ তাদের শ্যেন ওয়াটসন ব্যাট হাতে ১৩ ম্যাচে ৪৩৮ রান ঝোলায় ভরেছেন ৷ অম্বাতি রায়ডু-র পারফরম্যান্স তো যেকোনও দলের পক্ষে ঈর্ষণীয় ৷ তিনি ৫৮৬ রান করেছেন ৷ লুঙ্গি এনগিদি –র মতো বোলার সিএসকে অধিনায়কের অস্ত্রভান্ডার আরও সমৃদ্ধ করছে ৷ এছা়যাও রয়েছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার, ডয়েন ব্র্যাভো ৷ স্পিনারদের মধ্যে রয়েছেন হরভজন সিং, রবীন্দ্র জাদেজা ৷ এদিকে এদিনের মেগা ম্যাচের আগে মহিলাদের টি-টোয়েন্টি প্রীতি ম্যাচ খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chennai Super Kings, CSK, IPL 11, IPL 2018, SRH, Sunrisers Hyderabad