আইপিএলের প্লে অফের ঠিক আগেই স্মৃতি বনাম হরমনপ্রীত, এ কোন লড়াই
Last Updated:
মহিলাদের ঐতিহাসিক টি-টোয়েন্টি এই ম্যাচ আয়োজিত হবে ২২ মে ৷
#নয়াদিল্লি: মহিলাদের আইপিএল টুর্নামেন্ট শুরুর আর্জি মিতালী রাজ-রা অনেকদিন ধরেই জানিয়েছেন ৷ তবে টুর্নামেন্ট না পেলেও আপাতত একটি ম্যাচ আয়োজন করল বিসিসিআই ৷
মহিলাদের ঐতিহাসিক টি-টোয়েন্টি এই ম্যাচ আয়োজিত হবে ২২ মে ৷ আইপিএলের প্রথম প্লে অফ খেলাটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ আইপিএল ট্রেইলব্লেজার্স ও আইপিএল সুপারনোভাস এই দুই নামের দু‘টি দল ২০-২০ –র খেলায় মুখোমুখি হবে ৷
স্মৃতি মন্ধানা নেতৃত্ব দেবেন আইপিএল ট্রেইলব্লেজার্স –এ আর সুপারনোভার নেত্রী হরমনপ্রীত কৌর ৷ দুটি দলে মোট ২৬ জন ক্রিকেটার থাকবেন ৷ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের ১০ জন বিদেশি ক্রিকেটার খেলবেন এই ম্যাচে ৷
advertisement
advertisement
ট্রেইলব্লেজার্সেই রয়েছেন বঙ্গললনা ঝুলন গোস্বামী ৷ তাছাড়াও থাকছেন দীপ্তি শর্মা , ঝুলন গোস্বামী, জেমিমা রডরিগেজ ৷ বিদেশি তারকা থাকছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলে, বেথ মুনি ৷
সুপারনোভা দলে হরমনপ্রীত কৌর –র দলে মিতালী রাজ এবং ভেদা কৃষ্ণমূর্তি ৷ এদের দলে বিদেশি তারকারা হলেন এলেসি পেরি, সোফি ডিভাইন, মেগ লানিং, মেঘান স্কাট, ডেনিয়েলা ওয়েট ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2018 8:40 PM IST