ইডেনে মুম্বইয়ের কাছে ধরাশায়ী হওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন শাহরুখ
Last Updated:
১০২ রানে রেকর্ড ব্যবধানে হেরে প্লে অফে ওঠার রাস্তা আরও কঠিন হল নাইটদের ৷
#কলকাতা: ইডেনে আরসিবি-র বিরুদ্ধে কেকেআরের প্রথম ম্যাচে এসেছিলেন ৷ তারপর কার্তিকরা একে একে অনেকগুলো হোম ম্যাচ খেলে ফেললেও একবারও কলকাতায় পা পড়েনি তাঁর ৷ অবশেষে বুধবার ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের দলের খেলা দেখতে সব কাজ ফেলে চলে এসেছিলেন ইডেনে ৷ কিন্তু কার্তিকরা হতাশই করলেন তাঁকে ৷ ১০২ রানে রেকর্ড ব্যবধানে হেরে প্লে অফে ওঠার রাস্তা আরও কঠিন হল নাইটদের ৷ কেকেআর মালিককেও খেলা শেষে আর দেখা যায়নি ৷ ইডেন ছাড়লেন নিঃশব্দেই ৷
মুম্বই-কেকেআর ম্যাচ মানেই যেন একটা আলাদা লড়াই ৷ কিং খানেরও যেন শুধুমাত্র এই ম্যাচটার প্রতিই বেশি আবেগ জড়িয়ে থাকে ৷ ওয়াংখেড়েতে একবার মুম্বই-কেকেআর ম্যাচের পরেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ায় পাঁচ বছরের জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে নির্বাসিত করেছিল ৷ তারপর নির্বাসন উঠে গেলেও আর কোনওদিন ওয়াংখেড়ে মুখী হননি শাহরুখ ৷ বুধবার অনেক আশা নিয়েই মুম্বইকে হারানোর আশায় ইডেনে এসেছিলেন ৷ কিন্তু শুধু হারই নয় ৷ লজ্জাজনক হারে মাথা হেঁট করেই মাঠ ছাড়লেন কিং খান ৷
advertisement
advertisement
মাঠে আগে টেনশনে ঘন ঘন সিগারেট খেতে দেখা যেত তাঁকে ৷ কিন্তু এখন ধূমপান নিষেধ হয়ে যাওয়ায় শুকনো মুখেই ইডেনের কর্পোরেট বক্সের বারান্দায় বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে ৷ ২১১ রান তাড়া করতে নেমে নাইটদের একের পর এক আউট দেখে হতাশ হওয়া ছাড়া যে আর কিছু করারও ছিল না বাদশার ৷ ম্যাচ শেষে কেকেআর সমর্থকদের উদ্দেশ্যে একটা বার্তা অবশ্য টুইটে দিয়ে গিয়েছেন তিনি ৷ শাহরুখ লেখেন, ‘‘ খেলাধূলায় স্পিরিটটাই আসল ৷ জয়/পরাজয় ফ্যাক্টর নয় ৷ কিন্তু আজ রাতে সমর্থকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ক্রিকেটারদের মধ্যে স্পিরিটের অভাবই লক্ষ্য করা গিয়েছে ৷ ’’
advertisement
Sports is about the spirit & wins/losses don’t reflect that. But tonite as the ‘Boss’ I need to apologise to the fans for the lack of spirit
— Shah Rukh Khan (@iamsrk) May 9, 2018
মুম্বইয়ের কাছে ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে এখন ভালমতোই বেকায়দায় টিম কেকেআর ৷ বাকী ম্যাচগুলোর প্রত্যেকটায় না জিতলে প্লে অফের আগেই যে দলকে বিদায় নিতে হবে ৷ সেটা এখন ভালমতোই বুঝে গিয়েছেন কেকেআর মালিকও ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2018 12:24 PM IST