নাইটদের জয়ে খুশি বাদশা, টুইট বার্তায় যা জানালেন কিং খান

Last Updated:

শাহরুখ খান এখন হ্যাপি ম্যান৷ তাঁর নাইটরা এখন জয়ের ধারায় ভাসছে৷ জয়পুরে কলকাতার বিজয় পতাকা উড়েছে৷ ২০ ওভারে রাজস্থানের তোলা ৮ উইকেটে ১৬০ –র জবাবে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর৷

#জয়পুর: শাহরুখ খান এখন হ্যাপি ম্যান৷ তাঁর নাইটরা এখন জয়ের ধারায় ভাসছে৷ জয়পুরে কলকাতার বিজয় পতাকা উড়েছে৷  ২০ ওভারে রাজস্থানের তোলা ৮ উইকেটে ১৬০ –র জবাবে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর৷
পাঁচ ম্যাচের শেষে বুধবার লিগ টেবলের এক নম্বরে জায়গা দখল করেছে নিয়েছে বাদশার নাইটরা৷ পাঁচ ম্যাচের ৩ টি তে জয়৷ দুটি হার৷ কলকাতা বাকিদের দুয়ো দিয়ে তাই এক নম্বরে জাঁকিয়ে বসেছে ৷
জয়ের ছন্দে ছেলেদের দেখে স্বাভাবিক ভাবেই টুইট করেছেন দলের কর্ণধার শাহরুখ খান৷ তিনি রাজস্থানে মাঠে হাজির থাকতে পারেননি৷ তা বলে কী ছেলেদের বুস্টিং করার বিশেষ বার্তা আসবে না৷ তা এল৷ কিং খান নিজের বার্তায় লিখেছেন, ‘‘কুরান, মাভি, গিল, বেবি তোমরা ধীরে ধীরে দানা বাঁধছ দেখে দারুণ খুশি৷ ডিকে, পীযূষ, রানা, কুলদীপ, রবি সকলেইতোমাদের পথ দেখাচ্ছে৷ সুনীল তুমি সুনীলই আছ, আন্দ্রে ও লিন তোমরা বিস্ফোরণের জন্য তৈরি৷ তোমাদের দলে থাকতে পেরে আমি দারুণ খুশি৷
advertisement
advertisement
Photo Courtesy:     shah rukh khan/Twittter Handle Photo Courtesy: shah rukh khan/Twittter Handle
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নাইটদের জয়ে খুশি বাদশা, টুইট বার্তায় যা জানালেন কিং খান
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement