আইপিএলের মধ্যেই খারাপ খবর, রাস্তায় আক্রান্ত রবীন্দ্র জাডেজার স্ত্রী
Last Updated:
মঙ্গলবার ওয়াংখেড়েতে কোয়ালিফায়ার প্লে অফে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামবেন রবীন্দ্র জাদেজা ৷ তার আগেই খারাপ খবর ৷
#নয়াদিল্লি: মঙ্গলবার ওয়াংখেড়েতে কোয়ালিফায়ার প্লে অফে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামবেন রবীন্দ্র জাদেজা ৷ তার আগেই খারাপ খবর ৷
জামনগরে রাস্তার মধ্যে পুলিশ কর্মচারীর হাতে প্রহৃত হলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা সোলাঙ্কি ৷ গুজরাতের জামনগরে শুরু সেকশন রোডে নিজেদের বিএম ডাব্লুতে যাচ্ছিলেন জাদেজার স্ত্রী ৷এমন সময় একটি পুলিশের বাইকে ধাক্কা মারে সেই গাড়ি ৷ ধাক্কা এমনকিছু জোরালো ছিল না বলে দাবি রিভা সোলাঙ্কির ৷ কিন্তু বাইক থেকে নেমে হঠাৎই পুলিশ কনস্টেবল রবীন্দ্র জাদেজার স্ত্রী-র গায়ে হাত তোলেন ৷ উপস্থিত স্থানীয়দের বক্তব্য অনুযায়ি পুলিশ কনস্টেবলটি হঠাৎই একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েন ৷ তাদের মতে এমনভাবে রেগে যাওয়ার মত দুর্ঘটনা ঘটেনি ৷
advertisement
এদিকে এই ঘটনায় এখনও রবীন্দ্র জাদেজার প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2018 9:18 PM IST