বীরেন্দ্র সেহওয়াগকে ছুঁয়ে ফেললেন রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার,জানুন কীভাবে
Last Updated:
রাজস্থান রয়্যালসের ৭ উইকেটে জয় ৷ প্লে অফের লড়াইয়ে নিঃসন্দেহে টিকে রইল অজিঙ্ক রাহানের ছেলেরা ৷ সৌজন্যে জস বাটলার ৷
#মুম্বই: রাজস্থান রয়্যালসের ৭ উইকেটে জয় ৷ প্লে অফের লড়াইয়ে নিঃসন্দেহে টিকে রইল অজিঙ্ক রাহানের ছেলেরা ৷ সৌজন্যে জস বাটলার ৷
৫৩ বলে ৯৪ রান করে তিনি যে শুধু দলের জয়ের রাস্তা সুগম করে দিলেন, তাই নয় একইসঙ্গে বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ডও ছুঁয়ে ফেললেন ৷
দলের একের পর এক যুদ্ধে ধারাবাহিক পারফরমার এই ইংরেজ ক্রিকেটার ৷ এই নিয়ে পরপর ৫ টি ইনিংসে অর্ধশতরান করলেন তিনি ৷ আর এদিনের ইনিংসের ফলে মুম্বইয়ের ১৬৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা পেরোতে বেগ পেতে হয়নি তাদের ৷
advertisement
advertisement
এর আগে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ২০১২ সালে ৫ টি অর্ধশতরান করেছিলেন সেহওযাগ ৷ এদিকে শেষ পাঁচটি ইনিংসে বাটলার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ৬৭, কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৫১ ও ৮২, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৯৫ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯৪ করেছিলেন ৷
পাশাপাশি অজিঙ্ক রাহানের সঙ্গে এদিনের তাঁর পার্টনারশিপ এ মরশুমে তাঁর সেরা পার্টনারশিপ ৷
advertisement
এছাড়াও তিনি আরও একটা মাইলস্টোনও ছুঁলেন এ মরশুমে তিনবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কেকেআরের সুনীল নারিন ও সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খান ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2018 1:14 PM IST