পাক ললনার হৃদয়ে দোলা ভারতীয় ক্রিকেটারের, টুইটে মুগ্ধতা প্রকাশ পাকিস্তানির

Last Updated:

মাঠ কাঁপাচ্ছেন ভারতের মন জিতে নিচ্ছেন পাকিস্তানি ললনার ৷ এই মুহূর্তে পাকিস্তান সাংবাদিকতায় আলাদা একটা জায়গা রয়েছে জয়নাব আব্বাসের ৷

#করাচি: মাঠ কাঁপাচ্ছেন ভারতের মন জিতে নিচ্ছেন পাকিস্তানি ললনার ৷ এই মুহূর্তে পাকিস্তান সাংবাদিকতায় আলাদা একটা জায়গা রয়েছে জয়নাব আব্বাসের ৷
পাকিস্তানি ক্রীড়া সাংবাদিকতার জগতে সুন্দরী ও গ্ল্যামারাস জয়নাবের নিজেরই একটা বড় ফ্যান ফলোয়িং রয়েছে ৷ সোশ্যাল অ্যাকাউন্টে লক্ষাধিক ফ্যান ফলোয়ার রয়েছে পাক ক্রীড়া সাংবাদিকের ৷
Photo Courtesy : Zainab  Abbas  Instagram Handle Photo Courtesy : Zainab Abbas Instagram Handle
advertisement
তাবড় ক্রিকেটার থেকে শুরু প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে নানা রকম চ্যাট শ্যো করেন তিনি, যেসব শ্যোয়ের জনপ্রিয়তাও তুঙ্গে ৷ নানা সময় ভারতীয় ক্রিকেটের নানা বিষয় নিয়েও সমালোচনা শোনা যায় তাঁর মুখ থেকে ৷
advertisement
Photo Courtesy : Zainab  Abbas  Instagram Handle Photo Courtesy : Zainab Abbas Instagram Handle
এহেন দাপুটে ও সুন্দরী সাংবাদিকের থেকে শংসাপত্র পেলেন এই মুহূর্তে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলা কেএল রাহুল ৷
File Photo File Photo
advertisement
নিজের টুইটে জয়নাব জানিয়েছেন ‘‘কে এল রাহুল মুগ্ধ করছেন , দারুণ টাইমিং, দেখতে খুব ভালো লাগে ৷ ’’
Photo Courtesy : Zainab  Abbas  Twitter Handle Photo Courtesy : Zainab Abbas Twitter Handle
আসলে এবারের আইপিএলে দারুণ একটা মরশুম কাটাচ্ছেন কেএল রাহুল ৷ নিজের শেষ খেলায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত ৯৫ রান করেন ৷ কিন্তু ৭০ বলের ওই ইনিংসের পরেও দলকে জেতাতে পারেননি কিংসের কিং ৷ তবে পাক ললনার হৃদয়ে দোলা দিতে যথেষ্ট ছিল রাহুলের এই পারফরম্যান্স ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পাক ললনার হৃদয়ে দোলা ভারতীয় ক্রিকেটারের, টুইটে মুগ্ধতা প্রকাশ পাকিস্তানির
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement