ধোনির নজিরে নজর, মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মাহি

Last Updated:

এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি-র কেরিয়ারের নিঃসন্দেহে সেরা আইপিএল ৷

#পুণে: এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি-র কেরিয়ারের নিঃসন্দেহে সেরা আইপিএল ৷ এখনও অবধি ১১ ম্যাচ খেলে ৩৯৩ রান করেছেন তিনি ৷ গড় ৯৮.২৫ ৷ স্ট্রাইকরেট ১৬৩.৭৫ ৷ এই মরশুমে সব ব্যাটসম্যানের তুলনায় তাঁর গড় সবচেয়ে ভালো ৷ মাহির গড় ৯৮.২৫ ৷ এক মরশুমে ৪০০ রান করা থেকে ধোনি আর মাত্র ৭ রান দূরে ৷
৪ মরশুম বাদে আবার এই মরশুমে ৪০০ –র বেশি রানের সামনে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস অধিনায়ক ৷ পাশাপাশি প্রথম মরশুমে অর্থাৎ ২০০৮ সালের আইপিএলে ১৬ ম্যাচে সর্বাধিক ৪১৪ রান করেছেন ৷ সেই সর্বাধিক রানের মাইলস্টোন টপকাতে তাঁর প্রয়োজন ৬৯ রান ৷ মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ৭৯ রানের ইনিংস ধোনির আইপিএলের সবচেয়ে বেশি রান ৷ পাশাপাশি স্ট্রাইকরেট ও ব্যাটিং গড়েও এটা সেরা মরশুম মাহির ৷
advertisement
News 18 Creative News 18 Creative
advertisement
এ মরশুমের আইপিএলের সবচেয়ে শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে স্ট্রাইকরেট সবচেয়ে বেশি ৷ গড় ৬১.০০ ও স্ট্রাইকরেট ১৫৮.৪৪ ৷
News 18 Creative News 18 Creative
ধোনি এ মরশুমে দারুণ ফর্মে রয়েছেন ৷ বেশ কয়েক মরশুম ধরে ধোনির উইকেটে সেট হতে যে খানিকটা সময় লাগত, ১০-১৫ বলের পর ধোনি-র ধামাকা শুরু হত ৷ এখন যেন এ ধোনি সে ধোনি নন ৷ এখন ধোনির ৬ মারার যা গড় তাতে প্রথম ১০ ডেলিভারির মধ্যেই ছক্কা হাঁকাচ্ছেন মাহি ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনির নজিরে নজর, মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মাহি
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement