হাসিনের অভিযোগের বাউন্সার, লালবাজারে যেভাবে সামলালেন শামি

Last Updated:

হাসিনের একের পর অভিযোগের তদন্তে অগ্রগতি আনতে বুধবার মহম্মদ শামি ও তাঁর ভাইকে ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ৷

#কলকাতা: হাসিনের একের পর অভিযোগের তদন্তে অগ্রগতি আনতে বুধবার মহম্মদ শামি ও তাঁর ভাইকে ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ৷
বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার তদন্তে পুরোপুরি সাহায্য করেছিলেন মহম্মদ শামি৷ এতদিন নানাভাবে জেরা এড়ালেও এদিন লালবাজারে হাজির হন মহম্মদ শামি ও তাঁর দাদা হাসিব৷ সেখানে তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন দুই ভাই৷ দুপুরের মধ্যেই দুই ভাই আলাদা আলাদা লালবাজারে হাজির হন৷ লম্বা সময় ধরে তাঁদের দুজনের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা৷ প্রথমে দুই ভাইকে আলাদা আলাদা জেরা করা হয়৷ পরে অবশ্য দুজনকে একসঙ্গে বসিয়েও জেরা করা হয়৷
advertisement
পুলিশের পক্ষ থেকে জানা গেছে তদন্তে সহযোগিতা করেছেন শামি ও তাঁর ভাই৷ তবে তদন্তের স্বার্থে তাঁদের ফের ডাকা হতে পারে বলে জানানো হয়েছে৷ হাসিন জাহানের বিস্ফোরক অভিযোগের পর আইপিএলের ম্যাচ খেলতে কলকাতায় প্রথমবার আসেন মহম্মদ শামি৷ দিল্লি ডেয়ারডেভিলসে জানিয়েই তদন্তের জন্য কলকাতাও ছাড়া হয়নি বঙ্গপেসারের৷ তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন মহম্মদ শামি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হাসিনের অভিযোগের বাউন্সার, লালবাজারে যেভাবে সামলালেন শামি
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement