রাসেলের মুখোশে ইডেনে কার হাতে মার খেলেন শামি, উত্তাল সোশ্যাল মিডিয়া

Last Updated:

আন্দ্রে রাসেল নাকি হাসিন জাহান৷ সোমবার ইডেন গার্ডেন্সে কে নেমেছিলেন৷ আর চমকে উঠবেন না৷ কেকেআর বনাম দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচের পর এটাই এখন সোশ্যাল মিডিয়ায় লাখ টাকার প্রশ্ন৷

#কলকাতা: আন্দ্রে রাসেল নাকি হাসিন জাহান৷ সোমবার ইডেন গার্ডেন্সে কে নেমেছিলেন৷ আর চমকে উঠবেন না৷ কেকেআর বনাম দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচের পর এটাই এখন সোশ্যাল মিডিয়ায় লাখ টাকার প্রশ্ন৷
ইডেন তার প্রাক্তন নাইট অধিনায়ককে সোমবার শুধু হারের স্বাদই চাখায়নি, একেবারে ৭১ রানে গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে বড় জয়ের স্বাদে বিভোর কলকাতা নাইট রাইডার্স৷ নীতিশ রানা ও আন্দ্রে রাসেলের ব্যাটে ভর দিয়ে ইডেনে ৯ উইকেটে ২০০ রান করেছিল কেকেআর৷ অন্যদিকে সেই বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২৯ রানেই কুঁকড়ে যায় গোতির দিল্লি৷ কিন্তু সেই হারকে ছাপিয়েও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল মহম্মদ শামি৷ হাসিন জাহান কাণ্ডের পর এবারের আইপিএল টা সেরকম ভালো যাচ্ছে না বঙ্গপেসারের৷ বিশেষত সোমবারের ম্যাচটি তো নিঃসন্দেহেই তিনি ভুলে যেতে চাইবেন৷ এদিন মাত্র ৪ ওভারে ৫১ রান দেন তিনি৷ তারওপর আন্দ্রে রাসেলের একটি ওভারে ৬ টি বলে ৬টি ছয় মারেন তিনি৷
advertisement
আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান শামি ও হাসিন জাহান, থুড়ি আন্দ্রে রাসেল৷ আসলে ঘুরিয়ে ফিরিয়ে সকলেরই একটাই বক্তব্য, যে আসলে ইডেনে হাসিন রাসেলের মুখোশ পড়ে ওই একটা ওভার ব্যাট করেছিলেন৷ আর পতিদেবের বিরুদ্ধে সমস্ত অভিযোগের বদলা এভাবে নিয়েছেন তিনি৷
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রাসেলের মুখোশে ইডেনে কার হাতে মার খেলেন শামি, উত্তাল সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement