একটা ক্লিক, আর তাতেই জেনে নিন আইপিএল টেবলের খুঁটিনাটি

Last Updated:

দারুণ সময় চলছে কিংস ইলেভেন পঞ্জাবের ৷ একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে তারা ৷ তাদের ঝোলায় রয়েছে ১০ পয়েন্ট ৷

#মুম্বই:  দারুণ সময় চলছে কিংস ইলেভেন পঞ্জাবের ৷ একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে তারা ৷ তাদের ঝোলায়  রয়েছে ১০ পয়েন্ট ৷
এদিকে লিগ টেবলের একদম তলানিতে নিজেদের জায়গা মজবুত করতে যেন ব্যস্ত গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলস ৷ ছ‘টি ম্যাচের শেষে তাদের পয়েন্ট মাত্র ২ ৷
পয়েন্ট টেবলে যেরকম এক নম্বরে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব তেমনি সেরা রান সংগ্রাহক থেকে শুরু করে সেরা উইকেট সংগ্রাহক লিস্টেও তারা সামনের সারিতে ৷ যদিও অরেঞ্জ ক্যাপ বা পার্পল ক্যাপ কোনওটাই তাঁদের নামের পাশে জায়গা করে নিতে পারেনি ৷ মাত্র তিন রানের জন্য অরেঞ্জ ক্যাপ নিজের দখলে পাননি লোকেশ রাহুল ৷ ৬ ম্যাচে ২৩৯ রান নিয়ে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন ৷ আর কিংস ইলেভেনর লোকেশ রাহুলের ঝোলায় রয়েছে  ২৩৬ রান ৷
advertisement
advertisement
এদিকে সেরা উইকেট সংগ্রাহক বোলারদের তালিকায় কেকেআরের সুনীল নারিনকে সরিয়ে পার্পল ক্যাপ পেয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসের ট্রেন্ট বোল্ট ৷ দল তলানিতে থাকলেও তাঁর ঝোলায় রয়েছে ৯ টি উইকেট ৷ এই তালিকার দু‘ নম্বরে রয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই ৷ তাঁর দখলেও রয়েছে  ৯ টি উইকেট ৷
কেকেআরের সেরা উইকেট সংগ্রাহক এখনও অবধি সুনীল নারিনই ৷ তিনি সেরা উইকেটশিকারিদের তালিকার ৪ নম্বরে রয়েছেন ৷ আর সেরা রান সংগ্রাহকদের তালিকার সেরা দশে কেকেআরের একটি মাত্রই  ক্রিকেটার রয়েছেন, তিনি খোদ অধিনায়ক দীনেশ কার্তিক ৷  ৬ ম্যাচে ১৯৪ রান নিয়ে তিনি তালিকার দশ নম্বরে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
একটা ক্লিক, আর তাতেই জেনে নিন আইপিএল টেবলের খুঁটিনাটি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement