একটা ক্লিক, আর তাতেই জেনে নিন আইপিএল টেবলের খুঁটিনাটি

Last Updated:

দারুণ সময় চলছে কিংস ইলেভেন পঞ্জাবের ৷ একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে তারা ৷ তাদের ঝোলায় রয়েছে ১০ পয়েন্ট ৷

#মুম্বই:  দারুণ সময় চলছে কিংস ইলেভেন পঞ্জাবের ৷ একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে তারা ৷ তাদের ঝোলায়  রয়েছে ১০ পয়েন্ট ৷
এদিকে লিগ টেবলের একদম তলানিতে নিজেদের জায়গা মজবুত করতে যেন ব্যস্ত গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলস ৷ ছ‘টি ম্যাচের শেষে তাদের পয়েন্ট মাত্র ২ ৷
পয়েন্ট টেবলে যেরকম এক নম্বরে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব তেমনি সেরা রান সংগ্রাহক থেকে শুরু করে সেরা উইকেট সংগ্রাহক লিস্টেও তারা সামনের সারিতে ৷ যদিও অরেঞ্জ ক্যাপ বা পার্পল ক্যাপ কোনওটাই তাঁদের নামের পাশে জায়গা করে নিতে পারেনি ৷ মাত্র তিন রানের জন্য অরেঞ্জ ক্যাপ নিজের দখলে পাননি লোকেশ রাহুল ৷ ৬ ম্যাচে ২৩৯ রান নিয়ে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন ৷ আর কিংস ইলেভেনর লোকেশ রাহুলের ঝোলায় রয়েছে  ২৩৬ রান ৷
advertisement
advertisement
এদিকে সেরা উইকেট সংগ্রাহক বোলারদের তালিকায় কেকেআরের সুনীল নারিনকে সরিয়ে পার্পল ক্যাপ পেয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসের ট্রেন্ট বোল্ট ৷ দল তলানিতে থাকলেও তাঁর ঝোলায় রয়েছে ৯ টি উইকেট ৷ এই তালিকার দু‘ নম্বরে রয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই ৷ তাঁর দখলেও রয়েছে  ৯ টি উইকেট ৷
কেকেআরের সেরা উইকেট সংগ্রাহক এখনও অবধি সুনীল নারিনই ৷ তিনি সেরা উইকেটশিকারিদের তালিকার ৪ নম্বরে রয়েছেন ৷ আর সেরা রান সংগ্রাহকদের তালিকার সেরা দশে কেকেআরের একটি মাত্রই  ক্রিকেটার রয়েছেন, তিনি খোদ অধিনায়ক দীনেশ কার্তিক ৷  ৬ ম্যাচে ১৯৪ রান নিয়ে তিনি তালিকার দশ নম্বরে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
একটা ক্লিক, আর তাতেই জেনে নিন আইপিএল টেবলের খুঁটিনাটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement