#মুম্বই: এবারের আইপিএলের নতুন ‘সেনসেশন’ মালতী চাহার ৷ চেন্নাই সুপার কিংসের ম্যাচ মানে এখন আর শুধুমাত্র ধোনি-রায়নাদের খেলাই নয় ৷ গ্যালারির দিকেও নজর থাকে সবার ৷ তার পিছনে কারণ অবশ্য একটাই ৷ তিনি মালতী চাহার ৷ তিনি গ্যালারিতে থাকুন বা ক্রিকেটারদের হোটেলে, সবাইকে মাতিয়ে রাখছেন তিনি ৷ সুন্দরী মালতী শুধুমাত্র সিএসকে ফ্যানদেরই নন ৷ মন জয় করেছেন প্রত্যেকেরই ৷
আরও পড়ুন-এবারের আইপিএলের চমক, সিএসকে ‘সুপার ফ্যান’কে দেখে নিন
সিএসকে-র প্রত্যেক হোম ম্যাচেই গ্যালারিতে দেখা যায় তাঁকে ৷ সিএসকে ক্রিকেটার দীপক চাহারের বোন তিনি ৷ এবার দেখা গেল ডোয়েন ব্র্যাভোর সঙ্গে নাচতেও ৷ ভাইয়ের দৌলতে ক্রিকেটারদের রুমেও কি তাহলে তাঁর অবাধ প্রবেশ ? ব্র্যাভোর সঙ্গে সেলফি ভিডিও কিন্তু এখন ভাইরাল ৷ ভিডিওতে অবশ্য ভাই দীপক চাহারকেও দেখা গিয়েছে মালতী এবং ব্র্যাভোর সঙ্গে ৷ ব্র্যাভোর গাওয়া গানে মালতীরা কেমন নাচলেন ? দেখে নিন সেই ভিডিও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CSK Fan, Deepak Chahar, IPL 2018, Malti Chahar, Viral Dance