#পুণে : এক নম্বর জায়গা ফিরে পেতে মরিয়া চেন্নাই সুপার কিংস নামছে নড়বড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৷
এই মুহূর্তে ৯ টি ম্যাচের ৬টি তে জয় ও ৩ টি হার নিয়ে লিগ টেবলের দু‘নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল ৷ তাদের পয়েন্ট ১২ ৷ অন্যদিকে রয়্যাল অধিনায়ক যতই রাজকীয় ফর্মে থাকুন , দল তাঁকে ডুবিয়েই চলেছে ৷যার ফলে বিরাট কোহলিরা ৮ ম্যাচের ৩ টি তে জিতে লিগ টেবলের ৬ নম্বরে রয়েছে ৷
একদিকে সিএসকে নিজেদের শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৬ উইকেটে হেরেছে ৷ দল ব্যাটিং ভালো হলেও খারাপ বোলিং সেই ম্যাচে ডুবিয়েছিল ৷ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরসিবি-র বিরুদ্ধে গেমপ্ল্যান তৈরি করছেন ধোনি ৷
অম্বাতি রায়ডু দারুণ ফর্মে রয়েছেন ৷ দুদ্ধর্ষ পারফরম্যান্স অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও ৷ বোলাদের মধ্যেও ভালো পারফরম্যান্স শার্দুল ঠাকুরের ৷
এদিকে সিএসকে যেমন শেষ ম্যাচে হেরেছে তেমনি বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স তাদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্সকে হারিয়েছে ৷ তাই তাদের মনোবল কিছুটা হলেও ভালো হয়েছে ৷ প্লে অফের আশা যদি আরসিবিকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই ম্যাচে জিততেই হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CSK, IPL 11, IPL 2018, Mahendra Singh Dhoni, RCB, Virat Kohli