এক নম্বরে ফেরার লক্ষ্যে ধোনির সিএসকে, প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া বিরাটের আরসিবি

Last Updated:

এক নম্বর জায়গা ফিরে পেতে মরিয়া চেন্নাই সুপার কিংস নামছে নড়বড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৷

#পুণে : এক নম্বর জায়গা ফিরে পেতে মরিয়া  চেন্নাই সুপার কিংস নামছে নড়বড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৷
এই মুহূর্তে ৯ টি ম্যাচের ৬টি তে জয় ও ৩ টি হার নিয়ে লিগ টেবলের দু‘নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল ৷ তাদের পয়েন্ট ১২ ৷ অন্যদিকে রয়্যাল অধিনায়ক যতই রাজকীয় ফর্মে থাকুন , দল তাঁকে ডুবিয়েই চলেছে ৷যার ফলে বিরাট কোহলিরা ৮ ম্যাচের ৩ টি তে জিতে লিগ টেবলের ৬ নম্বরে রয়েছে ৷
advertisement
BCCI BCCI
advertisement
একদিকে সিএসকে নিজেদের শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৬ উইকেটে হেরেছে ৷ দল ব্যাটিং ভালো হলেও খারাপ বোলিং সেই ম্যাচে ডুবিয়েছিল ৷ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরসিবি-র বিরুদ্ধে গেমপ্ল্যান তৈরি করছেন ধোনি ৷
অম্বাতি রায়ডু দারুণ ফর্মে রয়েছেন ৷ দুদ্ধর্ষ পারফরম্যান্স অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও ৷ বোলাদের মধ্যেও ভালো পারফরম্যান্স শার্দুল ঠাকুরের ৷
advertisement
এদিকে সিএসকে যেমন শেষ ম্যাচে হেরেছে তেমনি বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স তাদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্সকে হারিয়েছে ৷ তাই তাদের মনোবল কিছুটা হলেও ভালো হয়েছে ৷ প্লে অফের আশা যদি আরসিবিকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই ম্যাচে জিততেই হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এক নম্বরে ফেরার লক্ষ্যে ধোনির সিএসকে, প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া বিরাটের আরসিবি
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement