খোশমেজাজে ‘কুল’মাহি, মাঠের মধ্যেই মাতলেন শিশুসুলভ খুনসুটিতে
Last Updated:
অধিনায়ক ধোনি বাইশ গজে যা পারফরম্যান্স তাতে যেন দু‘বছরের খিদে মিটিয়ে নিচ্ছেন ৷
#পুণে: নির্বাসনের শাস্তির খাঁড়া কাটিয়ে ফিরে আসা চেন্নাই সুপার কিংস এবার তুখোড় ফর্মে ৷ পাশাপাশি অধিনায়ক ধোনি বাইশ গজে যা পারফরম্যান্স তাতে যেন দু‘বছরের খিদে মিটিয়ে নিচ্ছেন ৷
এর সঙ্গ নজর কেড়েছে মাহির কুল ফর্মে থাকা ৷ ব্যাট হাতে যেমন দাপট দেখাচ্ছেন তেমনি এই আইপিএল ফিরে পেয়েছে ক্যাপ্টেন কুলকে ৷ যেন কোনওরকমের চাপই ছুঁচ্ছে না তাঁকে ৷ তা না হলে লিগ টেবলের এক নম্বরে থাকা দলের সঙ্গে যখন ম্যাচ চলছে,তখন কীকরে তিনি প্র্যাঙ্ক করতে পারেন ৷
ম্যাচে তখন হরভজন সিংয়ের ওভার চলছিল ৷ শিখর ধাওয়ান লেগসাইডে বল পাঠিয়ে একটি রান তুলে নেন ৷ ধোনি দ্রুত দৌড়ে গিয়ে বলটা ধরেন ৷ অন্যদিকে রবীন্দ্র জাদেজা ডিপ মিড উইকেট থেকে বলটি ধরতে আসছিলেন ৷ জাদেজা যখন দৌড়চ্ছেন দেখে তাঁর দিকে বলটা ছুঁড়তে যান সিএসকে অধিনায়ক ৷ আর জাদেজাও বেশ ভয় পেয়ে যান ধোনির হাবভাবে ৷ আসলে পুরোটাই ধোনির ইয়ার্কি ছিল ৷ মাঠের সকলেই বেশ চমকে ওঠেন ক্যাপ্টেন কুলের এই অসময় মজা করায় ৷
advertisement
advertisement
Yesterday #CSKvSRH Match funny movement of Thala dhoni and Jaddu#WhistlePodu #Dhoni #Jadeja #IPL2018 pic.twitter.com/JmIleMzIDa
— Sekar (@Sekar_Anbalagan) 14 May 2018
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2018 1:47 PM IST