প্লে অফের আগে নজর পয়েন্ট টেবলে, অঙ্ক বলছে হায়দরাবাদে সূর্যাস্ত ঘটাতে হবে নাইটদের
Last Updated:
আইপিএলে-র প্রাথমিক রাউন্ডের শেষ ম্যাচ খেলার আগে কেকেআর ভালো অবস্থায় থাকলেও প্লে অফের টিকিট পাওয়াটা নিশ্চিত করতে পারেনি ৷
#হায়দরাবাদ: আইপিএলে-র প্রাথমিক রাউন্ডের শেষ ম্যাচ খেলার আগে কেকেআর ভালো অবস্থায় থাকলেও প্লে অফের টিকিট পাওয়াটা নিশ্চিত করতে পারেনি ৷ বরং বলা ভালো পরিস্থিতি এতটাই ঘোরালো যে এত ভালো পারফরম্যান্স করে লিগ টেবলে –র ৩ নম্বরে ধারাবাহিকভাবে জায়গা ধরে রেখেও দীনেশ কার্তিকের দল প্লে অফ থেকে ছিটকে যেতেই পারে ৷
চমকে উঠবেন না ৷ এই মুহূর্তে কলকাতার ১৩ ম্যাচের শেষে ৭ টি জয় ও ৬টি হার নিয়ে পয়েন্ট ১৪ ৷ রানরেট -০.০৯১ ৷
advertisement
advertisement
কলকাতা-র ১৪ পয়েন্টের ঘাড়ে নিঃশ্বাস ফেলার দল এই মুহূর্তে ৪ টি ৷ যারা ১২ পয়েন্টে রয়েছে ৷ ১৩ টি করে ম্যাচ থাকায় প্রত্যেকেরই একটি করে ম্যাচ বাকি ৷ তারা হল মুম্বই, আরসিবি, রাজস্থান, কিংস ইলেভেন ৷
এই চারটি দলের প্রত্যেকের ৬ টি ম্যাচ জেতা ও ৭ টি ম্যাচ হারা রয়েছে ৷ এর মধ্যে শনিবার রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ রয়েছে ৷ এদের মধ্যে টেবলে আরসিবি ৫ ও আরআর ৬ নম্বরে আছে ৷ এদের মধ্যে যে জিতবে তার পয়েন্ট হবে ১৪ ৷
advertisement
আবার দিল্লি ডেয়ার ডেভিলস ও মুম্বই ইন্ডিয়ন্স ম্যাচে যদি মুম্বই জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে সেই ১৪ ৷ রবিবার অন্য ম্যাচে চেন্নাই বনাম কিংস ইলেভেন ৷ এই ম্যাচে কিংস যদি জেতে তাদেরও পয়েন্ট হবে ১৪ ৷
সেক্ষেত্রে কলকাতা যদি নিজেদের বাকি একটি ম্যাচ যেটা রয়েছেন সানরাইজার্সের বিরুদ্ধে তাতে জিততে না পারে তাহলে তাদেরও পয়েন্ট থেকে যাবে ১৪ –তে ৷ সেক্ষেত্রে সামনে আসবে রানরেটে-র হিসেব নিকেশ ৷
advertisement
কলকাতা যদি এসব জটিলতায় না যেতে চায় তাহলে তাদের সামনে একটিই সহজ পথ , উড়িয়ে দাও সানরাইজার্সকে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2018 5:11 PM IST