বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআরের অনুশীলন, বুধবার আবহাওয়ার কী পূর্বাভাস ?
Last Updated:
আজ মঙ্গলবার কালবৈশাখীর ধাক্কায় ভেস্তে যায় ইডেনে কেকেআরের অনুশীলন।
#কলকাতা: ডেডপুল দেখে এলিমিনেটরে নামছেন নাইটরা। আজ মঙ্গলবার কালবৈশাখীর ধাক্কায় ভেস্তে যায় ইডেনে কেকেআরের অনুশীলন। তবু হোটেলে কালিসের ক্লাসে যাওয়ার আগে চনমনে কার্তিকরা। কিসের প্রভাবে ? টিম সূত্রে খবর, সবটাই ‘ডেডপুল টু’-এর এফেক্ট।
চাপ কাটাতে সোমবার রাতেই বাইপাসের হোটেল লাগোয়া শপিং মলে সিনেমা দেখতে গিয়েছিলেন লিন, উথাপ্পারা। বুধবার প্রথম একাদশে বদলের সম্ভাবনা কম। গ্রুপে ২ বার রাহানেদের হারিয়েও সতর্ক কার্তিকরা। বাটলার, স্টোকস নেই। কিন্তু ক্লাজেন, ত্রিপাঠীদের জন্য থাকছে সমীহ। বাউন্সের পিচেও তিন স্পিনারের ছক। উল্টোদিকে দিনভর হোটেল বন্দী রাজস্থান। পুল সেশন আর ড্রয়িং বোর্ডেই ব্যস্ত রাহানেরা। বুধবারও বৃষ্টির আশঙ্কা। তবে এক বলও খেলা না হলে লাভ নাইটদেরই।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2018 11:20 PM IST