নতুন জার্সিতে কলকাতা নাইট রাইডার্স

Last Updated:

নতুন জার্সিতে হাজির কলকাতা নাইট রাইডার্স। কলকাতার একটি অভিজাত হোটেলে জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে হাজির কোচ থেকে অধিনায়ক।

#কলকাতা: নতুন জার্সিতে হাজির কলকাতা নাইট রাইডার্স। কলকাতার একটি অভিজাত হোটেলে জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে হাজির কোচ থেকে অধিনায়ক।
ছিলেন কুলদীপ, রাসেল, বিনয় কুমার, শুভমন গিলরা। অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ভিডিও বার্তা নাইট মালিক শাহরুখ খানের। গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া কোনও প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে ম্যানেজমেন্ট। তবে চ্যালেঞ্জটা নিতে চান দীনেশ কার্তিক, তিনি চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। আরও জানালেন, স্ত্রী স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকলের টিপস অধিনায়কের দায়িত্ব সামলাতে অনেকটাই সাহায্য করবে।
advertisement
মিচেল স্টার্কের বদলি ঘোষণা সোমবার। বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক হলেও নেটে বল করলেন নারিন। স্টার্কের বদলি কে হবেন ? তার ঘোষণা সোমবার। ওইদিনই কলকাতায় পৌঁছবেন দুই অজি লিন ও জনসন। বিকেলে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচে নাইটরা। এদিকে বল বিকৃতি বিতর্কে এখনই ক্রিকেট বিশ্বকে সতর্ক হতে পরামর্শ কেকেআর কোচ কালিসের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নতুন জার্সিতে কলকাতা নাইট রাইডার্স
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement