‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ মন্ত্র নিয়ে মাঠে নামছে কলকাতা, দেখে নিন দ্বিতীয় কোয়ালিফায়ারের সম্ভাব্য একদাশ
Last Updated:
কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ম্যাচের আগেই জানিয়ে দিয়েছেন শুক্রবারের মেগা ম্যাচে কে কত রান করল সেটা নয়, গুরুত্বপূর্ণ হতে চলেছে বিপক্ষের ওপর কে কতটা চাপ তৈরি করতে পারল ৷
#কলকাতা: কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ম্যাচের আগেই জানিয়ে দিয়েছেন শুক্রবারের মেগা ম্যাচে কে কত রান করল সেটা নয়, গুরুত্বপূর্ণ হতে চলেছে বিপক্ষের ওপর কে কতটা চাপ তৈরি করতে পারল ৷
নাইট অধিনায়কের এই রক্ত গরম করা মন্তব্যই পরিষ্কার করে দিচ্ছে ঠিক কতটা মারাত্মক হতে চলেছে কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ ৷ শেষ ৫ টি ম্যাচ জিতে কেকেআরের পারফরম্যান্সগ্রাফ উর্ধ্বমুখী ৷ কিন্তু আত্মবিশ্বাস আর অতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যের ফারাকটা শুধু কেকেআর অধিনায়কই নয়, গোটা দলই ভালোমতো বোঝে ৷
advertisement
advertisement
অন্যদিকে গ্রুপ পর্বে টেবলের এক নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদ টানা ৪ টি ম্যাচ হেরেছে ৷ ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এই ডু অর ডাই ম্যাচে আবার শুরুর সানরাইজার্সকে খুঁজে আনতেই হবে কেন উইলিয়ামসনকে ৷ ধাক্কা খেয়ে যাওয়ার পর যদি কোনও দল ঘুরে দাঁড়ায় তাহলে তারা মারাত্মক হয়ে উঠতে পারে ৷ আর শুক্রবার কেকেআরের বিরুদ্ধে সেটাই সম্ভবনা হতেই পারে ৷
advertisement
নাইট ব্রিগেডের টিম গেম এখনও অবধি নজর কেড়েছে ৷ একক নৈপুণ্যে ম্যাচ বার করে নিয়ে যাওয়ার চেয়ে সকলের মিলিত পারফরম্যান্স দলকে টেনে নিয়ে এসেছে এত দূর পর্যন্ত ৷ ব্যাট হাতে অধিনায়ক দীনেশ কার্তিক দারুণ ৷ তাছাড়াও ক্রিস লিন, শুভমান গিল, আন্দ্রে রাসেল সকলেই ভালোই ফর্মে আছেন ৷ ব্যতিক্রম রবিন উথাপ্পা ৷ তাঁর ফর্মের ঝলক একটা –দুটি ম্যাচ বাদে দেখা যায়নি ৷
advertisement
বোলিং ব্রিগেডেও ভালোই ফর্মে রয়েছে ৷ পীযূষ চাওলা –কুলদীপ যাদবের ঘূর্নি , দেরিতে সুযোগ পাওয়া তরুণ পেসার প্রসীদ কৃষ্ণা সকলেই দলের জন্য কার্যকরী বোলিং করেছেন ৷ তবে সুনীল নারিনের অলরাউন্ড ক্রিকেট যেভাবে দলকে সবদিক থেকে সাহায্য করছেন তা কেকেআর ফ্যান থেকে থিঙ্কট্যাঙ্ক সকলেরই জানা ৷
advertisement
এদিকে সানারাইজার্সেও পারফরমারদের ছড়াছড়ি অধিনায়ক কেন উইলিয়ামসনও ব্যাট হাতে জাদু দেখাচ্ছেন ৷ তাঁর দলে –র শিখর ধাওয়ান , মণীশ পান্ডেরাও সকলেই ফর্মে রয়েছেন ৷ বোলিং ব্রিগেডেও রয়েছে দারুণ বৈচিত্র রশিদ খান , সিদ্ধার্থ কউল, শাকিব আল হাসান ও ভুবনেশ্বর কুমারের ৷ রশিদ খান তো যে কোনও দলের পক্ষে ত্রাস হয়ে উঠছেন ৷ সব মিলিয়ে তাঁদের দলও দারুণ শক্তিশালী ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2018 8:00 PM IST