‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ মন্ত্র নিয়ে মাঠে নামছে কলকাতা, দেখে নিন দ্বিতীয় কোয়ালিফায়ারের সম্ভাব্য একদাশ

Last Updated:

কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ম্যাচের আগেই জানিয়ে দিয়েছেন শুক্রবারের মেগা ম্যাচে কে কত রান করল সেটা নয়, গুরুত্বপূর্ণ হতে চলেছে বিপক্ষের ওপর কে কতটা চাপ তৈরি করতে পারল ৷

#কলকাতা: কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ম্যাচের আগেই জানিয়ে দিয়েছেন শুক্রবারের মেগা ম্যাচে কে কত রান করল সেটা নয়, গুরুত্বপূর্ণ হতে চলেছে বিপক্ষের ওপর কে কতটা চাপ তৈরি করতে পারল ৷
নাইট অধিনায়কের এই রক্ত গরম করা মন্তব্যই পরিষ্কার করে দিচ্ছে ঠিক কতটা মারাত্মক হতে চলেছে কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ ৷ শেষ ৫ টি ম্যাচ জিতে কেকেআরের পারফরম্যান্সগ্রাফ উর্ধ্বমুখী ৷ কিন্তু আত্মবিশ্বাস আর অতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যের ফারাকটা শুধু কেকেআর অধিনায়কই নয়, গোটা দলই ভালোমতো বোঝে ৷
Photo Courtesy- KKR/ Twitter Handle Photo Courtesy- KKR/ Twitter Handle
advertisement
advertisement
অন্যদিকে গ্রুপ পর্বে টেবলের এক নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদ টানা ৪ টি ম্যাচ হেরেছে ৷ ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এই ডু অর ডাই ম্যাচে আবার শুরুর সানরাইজার্সকে খুঁজে আনতেই হবে কেন উইলিয়ামসনকে ৷ ধাক্কা খেয়ে যাওয়ার পর যদি কোনও দল ঘুরে দাঁড়ায় তাহলে তারা মারাত্মক হয়ে উঠতে পারে ৷ আর শুক্রবার কেকেআরের বিরুদ্ধে সেটাই সম্ভবনা হতেই পারে ৷
advertisement
নাইট ব্রিগেডের টিম গেম এখনও অবধি নজর কেড়েছে ৷ একক নৈপুণ্যে ম্যাচ বার করে নিয়ে যাওয়ার চেয়ে সকলের মিলিত পারফরম্যান্স দলকে টেনে নিয়ে এসেছে এত দূর পর্যন্ত ৷ ব্যাট হাতে অধিনায়ক দীনেশ কার্তিক দারুণ ৷ তাছাড়াও ক্রিস লিন, শুভমান গিল, আন্দ্রে রাসেল সকলেই ভালোই ফর্মে আছেন ৷ ব্যতিক্রম রবিন উথাপ্পা ৷ তাঁর ফর্মের ঝলক একটা –দুটি ম্যাচ বাদে দেখা যায়নি ৷
advertisement
News 18 Bangla Creative News 18 Bangla Creative
বোলিং ব্রিগেডেও ভালোই ফর্মে রয়েছে ৷ পীযূষ চাওলা –কুলদীপ যাদবের ঘূর্নি , দেরিতে সুযোগ পাওয়া তরুণ পেসার প্রসীদ কৃষ্ণা সকলেই দলের জন্য কার্যকরী বোলিং করেছেন ৷ তবে সুনীল নারিনের অলরাউন্ড ক্রিকেট যেভাবে দলকে সবদিক থেকে সাহায্য করছেন তা কেকেআর ফ্যান থেকে থিঙ্কট্যাঙ্ক সকলেরই জানা ৷
advertisement
News 18 Bangla Creative News 18 Bangla Creative
এদিকে সানারাইজার্সেও পারফরমারদের ছড়াছড়ি অধিনায়ক কেন উইলিয়ামসনও ব্যাট হাতে জাদু দেখাচ্ছেন ৷ তাঁর দলে –র শিখর ধাওয়ান , মণীশ পান্ডেরাও সকলেই ফর্মে রয়েছেন ৷ বোলিং ব্রিগেডেও রয়েছে দারুণ বৈচিত্র রশিদ খান , সিদ্ধার্থ কউল, শাকিব আল হাসান ও ভুবনেশ্বর কুমারের ৷ রশিদ খান তো যে কোনও দলের পক্ষে ত্রাস হয়ে উঠছেন ৷ সব মিলিয়ে তাঁদের দলও দারুণ শক্তিশালী ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ মন্ত্র নিয়ে মাঠে নামছে কলকাতা, দেখে নিন দ্বিতীয় কোয়ালিফায়ারের সম্ভাব্য একদাশ
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement