সম্মুখ সমরে দুই অধিনায়ক,এলিমিনেটরের আগে রাহানেকে টেক্কা কার্তিকের
Last Updated:
দুটি দলই শুরুটা ভালো করলেও পরে খেই হারিয়েছিল, সেখান থেকে দারুণ ফাইট দিয়ে প্লে অফের বার্থ দখল করেছে তারা ৷ এই অবস্থায় দু‘দলের অধিনায়ক একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৷
#কলকাতা : আর কয়েক ঘন্টা পরেই কলকাতায় মেগা লড়াই ৷ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ৷ এই লড়াইয়ে যে হারবে সে আইপিএল থেকে ছিটকে যাবে ৷ অন্যদিকে যে জিতবে তার সামনে থাকবে ফাইনালে পৌঁছনোর আরও একটি লাইফলাইন ৷
দুটি দলই শুরুটা ভালো করলেও পরে খেই হারিয়েছিল, সেখান থেকে দারুণ ফাইট দিয়ে প্লে অফের বার্থ দখল করেছে তারা ৷ এই অবস্থায় দু‘দলের অধিনায়ক একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৷
এই মরশুমেই কেকেআরের সঙ্গে যুক্ত হয়েছেন দীনেশ কার্তিক , একইসঙ্গে পেয়েছেন দলের অধিনায়কত্বের দায়িত্ব ৷ ১৪ ম্যাচে তিনি করেছেন ৪৩৮ রান ৷ অজিঙ্ক রাহানের থেকে ১১৪ রান বেশি করেছেন নাইট অধিনায়ক ৷
advertisement
advertisement
স্ট্রাইকরেটেও রাহানেকে টেক্কা দিয়েছেন কেকেআর অধিনায়ক ৷ অজিঙ্ক-র স্ট্রাইকরেট যেখানে ১১৯.১১, সেখানে ডিকে-র স্ট্রাইকরেট ১৪৯.৪৮ ৷
এ মরশুমে আইপিএলে সেরা গড়ও দীনেশ কার্তিকের ৷ কেকেআর অধিনায়কের গড় ৫৪.৭৫ ৷ বাউন্ডারি রেটও দারুণ ৷ ৫.০৫ বলে বাউন্ডারি মেরেছেন তিনি ৷ এর আগে মোট রানের হিসেবে একটাই এর চেয়ে ভালো মরশুম গেছে দীনেশ কার্তিকের ৷ সেবার তিনি ৫১০ রান করেছিলেন ৷ তবে ২০১৩ সালের সেরা মরশুমে দীনেশ কার্তিক ১৪ টি ছয় মেরেছিলেন ৷ ইতিমধ্যেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন নাইট অধিনায়ক ৷
advertisement
এদিকে আইপিএলে এখনও অবধি একটিমাত্র অর্ধশতরান করতে পেরেছেন রাহানে ৷ যা তাঁর অন্য মরশুমের পারফরম্যান্সের তুলনায় অনেকটাই কম ৷ রাহানের অর্ধশতরান পরিসংখ্যান মরশুম পিছু ৫ টি-র ৷
তবে রাহানে এই এলিমিনেটরের আগে একটি নজির গড়ার সামনে দাঁড়িয়ে ৷ আর একটি ক্যাচ ধরলে আইপিএলে ৫০ টি ক্যাচ ধরার মালিক হবেন তিনি ৷ টি-টোয়েন্টিতে ৪৫০০ রান করার থেকে আর ৯ রান দূরে দাঁড়িয়ে ৷ অন্যদিকে আর মাত্র ২ রান করলেই রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন ৷
advertisement
অন্যদিকে দীনেশ কার্তিক আর ৩৬ রান করলে টি-টোয়েন্টিতে ৫০০০ রানের মালিক হবেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2018 3:10 PM IST