সম্মুখ সমরে দুই অধিনায়ক,এলিমিনেটরের আগে রাহানেকে টেক্কা কার্তিকের

Last Updated:

দুটি দলই শুরুটা ভালো করলেও পরে খেই হারিয়েছিল, সেখান থেকে দারুণ ফাইট দিয়ে প্লে অফের বার্থ দখল করেছে তারা ৷ এই অবস্থায় দু‘দলের অধিনায়ক একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৷

#কলকাতা : আর কয়েক ঘন্টা পরেই কলকাতায় মেগা লড়াই ৷ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ৷ এই লড়াইয়ে যে হারবে সে আইপিএল থেকে ছিটকে যাবে ৷ অন্যদিকে যে জিতবে তার সামনে থাকবে ফাইনালে পৌঁছনোর আরও একটি লাইফলাইন ৷
দুটি দলই শুরুটা ভালো করলেও পরে খেই হারিয়েছিল, সেখান থেকে দারুণ ফাইট দিয়ে প্লে অফের বার্থ দখল করেছে তারা ৷ এই অবস্থায় দু‘দলের অধিনায়ক একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৷
এই মরশুমেই কেকেআরের সঙ্গে যুক্ত হয়েছেন দীনেশ কার্তিক , একইসঙ্গে পেয়েছেন দলের অধিনায়কত্বের দায়িত্ব ৷ ১৪ ম্যাচে তিনি করেছেন ৪৩৮ রান ৷ অজিঙ্ক রাহানের থেকে ১১৪ রান বেশি করেছেন নাইট অধিনায়ক ৷
advertisement
advertisement
স্ট্রাইকরেটেও রাহানেকে টেক্কা দিয়েছেন কেকেআর অধিনায়ক ৷ অজিঙ্ক-র স্ট্রাইকরেট যেখানে ১১৯.১১, সেখানে ডিকে-র স্ট্রাইকরেট ১৪৯.৪৮ ৷
এ মরশুমে আইপিএলে সেরা গড়ও দীনেশ কার্তিকের ৷ কেকেআর অধিনায়কের গড় ৫৪.৭৫ ৷ বাউন্ডারি রেটও দারুণ ৷ ৫.০৫ বলে বাউন্ডারি মেরেছেন তিনি ৷ এর আগে মোট রানের হিসেবে একটাই এর চেয়ে ভালো মরশুম গেছে দীনেশ কার্তিকের ৷ সেবার তিনি ৫১০ রান করেছিলেন ৷ তবে ২০১৩ সালের সেরা মরশুমে দীনেশ কার্তিক ১৪ টি ছয় মেরেছিলেন ৷ ইতিমধ্যেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন নাইট অধিনায়ক ৷
advertisement
News 18  Creative News 18 Creative
এদিকে আইপিএলে এখনও অবধি একটিমাত্র অর্ধশতরান করতে পেরেছেন রাহানে ৷ যা তাঁর অন্য মরশুমের পারফরম্যান্সের তুলনায় অনেকটাই কম ৷ রাহানের অর্ধশতরান পরিসংখ্যান মরশুম পিছু ৫ টি-র ৷
তবে রাহানে এই এলিমিনেটরের আগে একটি নজির গড়ার সামনে দাঁড়িয়ে ৷ আর একটি ক্যাচ ধরলে আইপিএলে ৫০ টি ক্যাচ ধরার মালিক হবেন তিনি ৷ টি-টোয়েন্টিতে ৪৫০০ রান করার থেকে আর ৯ রান দূরে দাঁড়িয়ে ৷ অন্যদিকে আর মাত্র ২ রান করলেই রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন ৷
advertisement
অন্যদিকে দীনেশ কার্তিক আর ৩৬ রান করলে টি-টোয়েন্টিতে ৫০০০ রানের মালিক হবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সম্মুখ সমরে দুই অধিনায়ক,এলিমিনেটরের আগে রাহানেকে টেক্কা কার্তিকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement