ম্যাচে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন অ্যান্দ্রে রাসেল ৷
দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো হয়তো একেই বলে ৷ রাজস্থান অধিনায়ক অজিঙ্কা রাহানে বা সঞ্জু স্যামসন যখন ব্যাট করছিলেন একবারও মনে হয়নি এই ম্যাচ জিততে পারে কেকেআর ৷ কারণ রাজস্থানের কাছে উইকেট ছিল হাতে ৷ কিন্তু রান তোলার গতি সেভাবে কখনই বাড়েনি ৷ রাহানে-স্যামসন আউট হতেই আরও চাপে পড়ে যায় রাজস্থান ৷ কেকেআর বোলারদের দুরন্ত আটোসাঁটো বোলিংয়ের কোনও জবাব ছিল না রাজস্থান ব্যাটসম্যানদের কাছে ৷ ২৫ রানে ম্যাচ জিতে এবার শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি টিম কেকেআর ৷
জয়ের পথে কেকেআর ৷ শেষ ওভারে রাজস্থানের ম্যাচ জিততে প্রয়োজন ৩৪ রান ৷
ম্যাচের দুরন্ত কামব্যাক কেকেআরের ৷ আউট স্টুয়ার্ট বিনিও ৷ ম্যাচ জিততে রাজস্থানের প্রয়োজন ১২ বলে ৪০ রান ৷
হাফ-সেঞ্চুরি করেই আউট সঞ্জু স্যামসন ৷ পীযূশ চাওলার বলে আউট হলেন তিনি ৷ ৩৮ বলে ৫০ রান করলেন তিনি ৷ রাজস্থান- ১২৯/৩
১৬ ওভার শেষে রাজস্থানের রান ১১৯/২ ৷ ম্যাচ জিততে প্রয়োজন ২৪ বলে ৫১ রান ৷
অবশেষে আউট হলেন অজিঙ্কা রাহানে ৷ কুলদীপের বলে কট অ্যান্ড বোল্ড হলেন রাজস্থান অধিনায়ক ৷ ৪১ বলে ৪৬ রান করলেন তিনি ৷
১৪তম ওভারে দুর্দান্ত বল করলেন সুনীল নারিন ৷ একটা ছক্কা বাদে আর কোনও রান নিতে পারেননি সঞ্জু স্যামসন ৷ স্কোর- ১০৯/১
রাজস্থানের ১০০ রান সম্পূর্ণ ৷ ১৩ ওভার শেষে স্কোর-১০৩/১
১২ ওভার শেষে রাজস্থানের রান ৯৬/১
দুরন্ত গতিতে রান করছেন রাজস্থানের দুই ব্যাটসম্যান রাহানে এবং স্যামসন ৷ ১১ ওভার শেষে স্কোর- ৯০/১
১০ ওভার শেষে রাজস্থানের রান- ৮৭/১
৯ ওভার শেষে স্কোর- ৭৪/১
আউট রাহুল ত্রিপাঠি ৷ পীযূশ চাওলার বলে কট অ্যান্ড বোল্ড হলেন তিনি ৷ রাজস্থানের স্কোর- ৫১/১ (৬ ওভার )
শুরুটা ভালই করলেন রাজস্থানের দুই ওপেনার রাহানে এবং ত্রিপাঠি ৷ ৪ ওভার শেষে ্স্কোর- ৩৪/০
৩ ওভার শেষে রাজস্থানের স্কোর- ২৯/০
রিভিউতে বেঁচে গেলেন রাজস্থান অধিনায়ক অজিঙ্কা রাহানে ৷ আম্পায়ার এলবিডব্লিউ দিলেও আউটের সিদ্ধান্ত পরে বাতিল হয় ৷
১৭০ রান টার্গেট তাড়া করতে নেমেছে রাজস্থান রয়্যালস ৷ কেকেআরের হয়ে বোলিং ওপেন করলেন অ্যান্দ্রে রাসেল ৷ প্রথম ওভার শেষে রাজস্থানের স্কোর- ৯/০
১৯ ওভার শেষে কেকেআরের রান-১৫৭/৬
আউট দীনেশ কার্তিক ৷ রাহানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরলেন কার্তিক ৷ ৩৮ বলে ৫২ রান করলেন তিনি ৷ কেকেআরের রান- ১৩৫/৬
১৭ ওভার শেষে কেকেআরের স্কোর- ১৩৫/৫
অর্ধ-শতরান পূর্ণ দীনেশ কার্তিকের ৷ কেকেআরের রানকে টানছেন কার্তিক-রাসেল জুটি ৷
ঠিকঠাক ছন্দে ছিলেন ৷ কিন্তু আর্চারের বলে কট বিহাইন্ড আউট হলেন শুভমান গিল (২৮) ৷ কেকেআরের রান- ১১৩/৫
কেকেআরের ১০০ রান সম্পূর্ণ ৷ ১৪ ওভার শেষে স্কোর- ১০২/৪
১২ ওভার শেষে কেকেআরের স্কোর- ৭৬/৪ ৷ ব্যাট করছেন শুভমান এবং কার্তিক ৷
১১ ওভার শেষে কেকেআরের রান- ৭২/৪
১০ ওভার শেষে কেকেআরের স্কোর- ৬৩/৪
৯ ওভার শেষে কেকেআরের স্কোর- ৫৬/৪
আউট ক্রিস লিন ! গোপালের বলে কট অ্যান্ড বোল্ড হলেন লিন ৷ ২২ বলে ১৮ রান করলেন তিনি ৷
৭ ওভার শেষে রাজস্থানের স্কোর- ৪৮/৩
উনাদকাটের ষষ্ঠ ওভারে ১৪ রান নিতে সফল কার্তিক-লিন জুটি ৷ কেকেআরের স্কোর- ৪৬/৩
৫ ওভার শেষে কেকেআরের স্কোর- ৩২/৩
বেকায়দায় কেকেআর ৷ আরও একটা উইকেটের পতন কলকাতা নাইট রাইডার্সের ৷ মাত্র ৩ রান করে আউট হলেন নীতিশ রানা ৷ আর্চারের বলে উনাদকাটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি ৷
আউট রবিন উথাপ্পা !! ফের উইকেট পেলেন গৌতম ৷ ৩ রান করে কট অ্যান্ড বোল্ড হলেন উথাপ্পা ৷ নাইটদের রান- ২২/২( ৩ ওভার)
২ ওভার শেষে স্কোর- ১৭/১
এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দু’দলই আজ নিজেদের প্রথম একাদশে কোনওরকম পরিবর্তন করেনি ৷
শুরুতেই জোর ঝটকা খেল কেকেআর ! গৌতমের বলে স্টাম্পড সুনীল নারিন ৷ প্রথমে বলে চার মারার পর দ্বিতীয় বলেই আউট হলেন নারিন ৷ কেকেআর প্রথম ওভার শেষে স্কোর- ১০/১
ইডেনে আজ টস জিতলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক অজিঙ্কা রাহানে ৷ প্রথমে কেকেআর-কে ব্যাট করতে পাঠালেন তিনি ৷
Brilliance in the death overs from Piyush Chawla (2/24) & Prasidh (1/28) today saw us clinch the victory! 💪#KKRvRR #TeesraVaar #KKRHaiTaiyaar #Eliminator pic.twitter.com/Awr2geHCZW
— KolkataKnightRiders (@KKRiders) May 23, 2018
Here are the two teams that will play the #Qualifier2 of #VIVOIPL on May 25 at the Eden Gardens. pic.twitter.com/Gp8WqF8Lxu
— IndianPremierLeague (@IPL) May 23, 2018
And that is that from the Eden Gardens as the @KKRiders beat @rajasthanroyals by 25 runs and setup a date with @SunRisers in #Qualifier2 pic.twitter.com/cLcoJXUMAP
— IndianPremierLeague (@IPL) May 23, 2018
Eliminator. 17.6: WICKET! S Binny (0) is out, c Chris Lynn b Prasidh Krishna, 130/4 https://t.co/AuIzOZ3zxL #KKRvRR
— IndianPremierLeague (@IPL) May 23, 2018
A FIFTY from @IamSanjuSamson off 37 deliveries. This is his 10th in #VIVOIPL. pic.twitter.com/zRgkuOMQSW
— IndianPremierLeague (@IPL) May 23, 2018
#কলকাতা: ইডেনে আজকে ক্রিস লিন ঝড় তুলবেন, না কী অ্যান্দ্রে রাসেল ৷ এই আশায় এখন বুক বাঁধছেন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা ৷ কিন্তু এর মধ্যেই আবার কলকাতার আবহাওয়া চিন্তায় রাখবে ক্রিকেটপ্রেমীদের ৷ মঙ্গলবার কালবৈশাখীর জেরে ইডেনে প্র্যাকটিস ভেস্তে গিয়েছে দু’দলেরই ৷ আজও সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে ৷ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক অজিঙ্কা রাহানে ৷ দু’দলই এদিন নিজেদের প্রথম একাদশে কোনওরকম পরিবর্তন করেনি ৷
Match Live updates by Siddhartha Sarkar