জমে উঠেছে আইপিএলে প্লে অফে ওঠার লড়াই, প্রথম দুইয়ে শেষ করার সুযোগ নাইটদের সামনে

Photo Courtesy: KKR/Official Twitter Handle

Photo Courtesy: KKR/Official Twitter Handle

শেষ সপ্তাহে আরও বেশি জমে উঠেছে আইপিএল ৷

  • Last Updated :
  • Share this:

    #হায়দরাবাদ: শেষ সপ্তাহে আরও বেশি জমে উঠেছে আইপিএল ৷  হায়দরাবাদ এবং চেন্নাই আগেই প্লে অফে কোয়ালিফাই করে গেলেও শেষ দুই জায়গার জন্য এখন জোর লড়াই পাঁচটি দলের মধ্যে ৷ একমাত্র দিল্লি ডেয়ারডেভিলস বাদে এখন প্লে অফে ওঠার রাস্তা বাকী সবারই খোলা ৷ শুক্রবার আবার দিল্লির কাছে হেরে অস্বস্তি বেড়েছে চেন্নাই শিবিরেও ৷ কারণ আজ নাইটরা হায়দরাবাদকে বড় ব্যবধানে হারালে এবং চেন্নাই তাদের শেষ ম্যাচ হারলে দ্বিতীয় হয়েও প্লে অফে উঠতে পারে কেকেআর ৷

    আরও পড়ুন-নেট রান রেটের অঙ্কে না গিয়ে আজ জিতেই প্লে অফ নিশ্চিত করতে মরিয়া নাইটরা

    Ddi9V84V4AAzDu6

    আজ, শনিবারের আরেক ম্যাচ আরসিবি বনাম রাজস্থান এখন কার্যত নক আউট ম্যাচ ৷ যে দল হারবে তারাই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ৷ নেট রান রেটের বিচারে বিরাটরা সুবিধাজনক জায়গায় থাকায় এখন বিরাটদের কাছে প্লে অফে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ এদিকে ধোনিরা পয়েন্ট তালিকায় নেমে যাওয়ার পাশাপাশি এখন এক নম্বরে যাওয়ারও সুযোগ রয়েছে ৷ তার জন্য শুধু কেকেআর-কে আজ বড় ব্যবধানে সানরাইজার্সকে হারালেই চলবে না ৷ সিএসকে-কেও তাদের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে ৷ উল্টোদিকে বিরাটরা এখন প্রার্থনায় রয়েছেন মুম্বই যাতে দিল্লির কাছে তাদের শেষ ম্যাচ হারে ৷ কারণ প্লে অফে উঠতে আজ বিরাটদের খালি জিতলেই চলবে না ৷ মুম্বইকেও হারতে হবে টেবলে সবচেয়ে নিচে থাকা দল দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৷

    First published:

    Tags: CSK, IPL 2018, Kkr, Mi, Play Offs, RCB, SRH